গাজীপুরের শ্রীপুরে দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মফিজ উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের কবর থেকে মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মফিজ উদ্দিন ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ মে সকালে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির পাশে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে অচেতন হন মফিজ উদ্দিন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

কালীগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু

মৃত্যুর পর কোনো ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয় মফিজ উদ্দিনের। এ ঘটনায় মৃতের পুত্রবধূ পারভিন আক্তার গাজীপুর আদালতে মামলা করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মফিজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন বলেন, “আদালতের নির্দেশে বাবার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।”

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।”

ঢাকা/রফিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কবর থ ক তদন ত

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের 

সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। 

তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের  ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ