‘সাইয়ারা’র পর আলোচনায় শাজিয়ার ‘ধড়ক ২’, কী আছে এই সিনেমায়
Published: 3rd, August 2025 GMT
গত শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোমান্টিক ড্রামা সিনেমা ‘ধড়ক ২’। শাজিয়া ইকবাল পরিচালিত সিনেমাটি বক্স অফিসে প্রথম দিন খুবই একটা ব্যবসা করেনি। সাড়ে তিন কোটি রুপির কিছু বেশি আয় করছে। কিন্তু এরপরও সমালোচক থেকে শুরু করে অনেক সাধারণ দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন সিনেমাটি নিয়ে। অনেক বিশ্লেষক মনে করছেন, এ সিনেমাটি নিয়েও ‘সাইয়ারা’র মতো আলোচনা হতে পারে।
‘ধড়ক ২’ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ধড়ক’-এর সিকুয়েল। তবে গল্পের দিক থেকে সে সিনেমার সঙ্গে এটির কোনো মিল নেই। তবে আছে আত্মিক যোগ। এ সিনেমার পাত্রপাত্রীও আলাদা। প্রথম কিস্তিতে ছিলেন জাহ্নবী কাপুর ও ঈশান খাট্টার। এ ছবিতে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি।
মুক্তির পর সিনেমাটি নিয়ে কথা বলেছেন নির্মাতা অনুরাগ কশ্যপ। তিনি এটিকে তুলনা করেছেন গুরু দত্ত ও রাজ কাপুরের সিনেমার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ লিখেছেন, ‘আজকাল নির্মাতারা সামাজিক বাস্তবতা নিয়ে মূলধারার সিনেমা বানানোর কথা যেন ভুলেই গেছেন। এই ছবিতে এমন এক গল্প উঠে এসেছে, যা আমরা প্রতিদিনের জীবনে এড়িয়ে যাই। অথচ মূলধারার সিনেমা তো এমনই হওয়ার কথা ছিল। রাজ কাপুর, বিমল রায়, গুরু দত্ত, কে এ আব্বাস, বি আর চোপড়া, যশ চোপড়ার মতো কিংবদন্তি নির্মাতারা এভাবেই কাজ করতেন। আমরা যেন সেই ধারা হারিয়ে ফেলেছি। এখন সামাজিক বার্তাবাহী সিনেমাগুলো শুধু স্বাধীন শৈল্পিক ধারার সিনেমার গণ্ডিতেই সীমাবদ্ধ। কিন্তু তামিল সিনেমা, এমনকি দক্ষিণের অনেক ছবিই এখনো এই চর্চা ধরে রেখেছে।’
‘ধড়ক ২’–এর দৃশ্য। এক্স থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ধড়ক ২
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা