‘সাইয়ারা’র পর আলোচনায় শাজিয়ার ‘ধড়ক ২’, কী আছে এই সিনেমায়
Published: 3rd, August 2025 GMT
গত শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোমান্টিক ড্রামা সিনেমা ‘ধড়ক ২’। শাজিয়া ইকবাল পরিচালিত সিনেমাটি বক্স অফিসে প্রথম দিন খুবই একটা ব্যবসা করেনি। সাড়ে তিন কোটি রুপির কিছু বেশি আয় করছে। কিন্তু এরপরও সমালোচক থেকে শুরু করে অনেক সাধারণ দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন সিনেমাটি নিয়ে। অনেক বিশ্লেষক মনে করছেন, এ সিনেমাটি নিয়েও ‘সাইয়ারা’র মতো আলোচনা হতে পারে।
‘ধড়ক ২’ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ধড়ক’-এর সিকুয়েল। তবে গল্পের দিক থেকে সে সিনেমার সঙ্গে এটির কোনো মিল নেই। তবে আছে আত্মিক যোগ। এ সিনেমার পাত্রপাত্রীও আলাদা। প্রথম কিস্তিতে ছিলেন জাহ্নবী কাপুর ও ঈশান খাট্টার। এ ছবিতে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি।
মুক্তির পর সিনেমাটি নিয়ে কথা বলেছেন নির্মাতা অনুরাগ কশ্যপ। তিনি এটিকে তুলনা করেছেন গুরু দত্ত ও রাজ কাপুরের সিনেমার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ লিখেছেন, ‘আজকাল নির্মাতারা সামাজিক বাস্তবতা নিয়ে মূলধারার সিনেমা বানানোর কথা যেন ভুলেই গেছেন। এই ছবিতে এমন এক গল্প উঠে এসেছে, যা আমরা প্রতিদিনের জীবনে এড়িয়ে যাই। অথচ মূলধারার সিনেমা তো এমনই হওয়ার কথা ছিল। রাজ কাপুর, বিমল রায়, গুরু দত্ত, কে এ আব্বাস, বি আর চোপড়া, যশ চোপড়ার মতো কিংবদন্তি নির্মাতারা এভাবেই কাজ করতেন। আমরা যেন সেই ধারা হারিয়ে ফেলেছি। এখন সামাজিক বার্তাবাহী সিনেমাগুলো শুধু স্বাধীন শৈল্পিক ধারার সিনেমার গণ্ডিতেই সীমাবদ্ধ। কিন্তু তামিল সিনেমা, এমনকি দক্ষিণের অনেক ছবিই এখনো এই চর্চা ধরে রেখেছে।’
‘ধড়ক ২’–এর দৃশ্য। এক্স থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ধড়ক ২
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী