প্রেমিকাকে পিস্তল চালানো শেখানোর ভিডিও ভাইরাল
Published: 8th, August 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র হাতে রেস্টুরেন্টে বসে প্রেমিকাকে নিয়ে ‘আনন্দ-ফুর্তি’ করছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। সেসময় প্রেমিকাকে পিস্তল চালানো শেখাচ্ছিলেন তিনি। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, রেস্টুরেন্টে খাবার সামনে নিয়ে প্রেমিকের সাথে বসা এক নারী পিস্তল হাতে নানাভাবে তাক করছেন আর আশপাশের কয়েকজন যুবক তাকে উৎসাহ দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে প্রেমিকাকে ঘিরে আনন্দে মেতে থাকা যুবকরা ‘আমার ভাবি গ্যাংস্টার’, ‘লেডি কিলার’, ‘ডনের বউ’, ‘ভাবির ভিডিও করি’ এ ধরনের মন্তব্য করে তাকে উৎসাহ দিচ্ছিলো।
ভিডিওতে যাকে দেখা গেছে, তিনি হলেন সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা এবং আজাহার উদ্দিনের ছেলে। তবে একাধিক সূত্র জানিয়েছে, আলিফ উপজেলার ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন।
ভিডিওটি বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর এ নিয়ে নেটিজেনরা নানা মন্তব্যের ঝড় তোলেন। তবে এটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “অভিযুক্ত যুবক বর্তমানে চাঁদাবাজির মামলায় কারাগারে আছেন। ভিডিওটি পুরনো বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
ঢাকা/রফিক/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পঞ্চগড় সীমান্তে বেড়াতে গিয়ে ভারতে প্রবেশ, আটক দুজনকে ফেরত পাঠাল বিএসএফ
পঞ্চগড়ে সীমান্ত পেরিয়ে ভারতের অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি এক কিশোর ও এক তরুণকে সাত ঘণ্টা পর ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের চান্দাপাড়া এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত পাঠায় বিএসএফ।
ফেরত পাঠানো দুই বাংলাদেশি হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার জুমাইনগর এলাকার সানোয়ার হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম (১৮) ও পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের এক কিশোর (১৪)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদুল সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল দুপুর ১২টার দিকে তিনি তাঁর স্বজন ওই কিশোরকে সঙ্গে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় ঘুরতে যান। ছবি তোলার একপর্যায়ে তাঁরা বুঝতে না পেরে ভারতীয় অংশে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে আটক দুজনের নাম-ঠিকানাসহ বিষয়টি বিজিবিকে জানানো হয়। বিজিবি পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়ে ওই সীমান্তে পতাকা বৈঠকের আহ্বান জানায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ঘুরতে গিয়ে অজান্তে ওই দুই বাংলাদেশি সীমান্ত অতিক্রম করেছিলেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দিয়েছে বিএসএফ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) পর পুলিশের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।