ফরিদপুরের রঘুনাথপুর হাউজিং স্টেট এলাকায় মীম আক্তার (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুদিন আগে তাকে হত্যার পর বাসার মেঝেতে লাশ ফেলে রাখা হয়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রঘুনাথপুর হাউজিং স্টেট এলাকার পশু চিকিৎসক জলিলের বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

মীম শরীয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে। ছয় মাস আগে মিরাজ বিশ্বাস (২৫) নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে এই বাসা ভাড়া নিয়েছিলেন। বাড়িওয়ালার স্ত্রী নীরুন্নাহার বারী জানান, মীম বিউটিপার্লারে কাজ করতেন। আর মিরাজ নিজেকে দোকানের কর্মচারী হিসেবে পরিচয় দিতেন। তাদের মধ্যে মাঝে-মধ্যে ঝগড়া হতো।

নীরুন্নাহার জানান, শনিবার (৯ আগস্ট) ভোরে মিরাজ তার এক আত্মীয় মারা গেছে জানিয়ে ভবনের গেট খুলে দিতে বলেন। এরপর তিনি চলে যান। সকালে মিরাজের আত্মীয় পরিচয়ে দুজন যুবক এসে বাসায় প্রবেশ করতে চায়। তাদের সঙ্গে গিয়ে নীরুন্নাহারও মীমের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই দুজন পালিয়ে যায়। পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড দুদিন আগে ঘটেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। মিরাজসহ পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

ঢাকা/তামিম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বেনিনে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময় বেশ কয়েকজন নিহত হয়েছেন: সরকার

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে গত রোববার ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময় বেশ কিছু মানুষ নিহত হয়েছেন। দেশটির সরকার সোমবার মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে।

বেনিনের সরকার বলেছে, রোববার ভোরে দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস তালোনের সরকারি বাসভবনে তাঁর নিরাপত্তায় দায়িত্বরত বিশেষ সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল বারতিন বাদার স্ত্রী। এর আগে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের অন্য একটি হামলায় বারতিন বাদাও মারাত্মকভাবে আহত হয়েছেন।

অভ্যুত্থান চেষ্টাকারীদের মধ্যে কয়েকজন এখনো পলাতক। এ ঘটনায় জড়িত এক ডজনের বেশি বিদ্রোহী সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঅভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে, শাস্তি পেতে হবে: বেনিনের প্রেসিডেন্ট তালোন১৯ ঘণ্টা আগে

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ছোট একটি সেনা দল অভ্যুত্থানের চক্রান্ত করেছিল। তারা প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। তারা শুরুতে কিছু জেনারেল ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে অপহরণ করে এবং তাঁদের অস্ত্র কেড়ে নেয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনবেনিনে প্রেসিডেন্টকে উৎখাতের দাবি একদল সেনার, সরকারের অস্বীকার০৭ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ