ফরিদপুরের রঘুনাথপুর হাউজিং স্টেট এলাকায় মীম আক্তার (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুদিন আগে তাকে হত্যার পর বাসার মেঝেতে লাশ ফেলে রাখা হয়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রঘুনাথপুর হাউজিং স্টেট এলাকার পশু চিকিৎসক জলিলের বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

মীম শরীয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে। ছয় মাস আগে মিরাজ বিশ্বাস (২৫) নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে এই বাসা ভাড়া নিয়েছিলেন। বাড়িওয়ালার স্ত্রী নীরুন্নাহার বারী জানান, মীম বিউটিপার্লারে কাজ করতেন। আর মিরাজ নিজেকে দোকানের কর্মচারী হিসেবে পরিচয় দিতেন। তাদের মধ্যে মাঝে-মধ্যে ঝগড়া হতো।

নীরুন্নাহার জানান, শনিবার (৯ আগস্ট) ভোরে মিরাজ তার এক আত্মীয় মারা গেছে জানিয়ে ভবনের গেট খুলে দিতে বলেন। এরপর তিনি চলে যান। সকালে মিরাজের আত্মীয় পরিচয়ে দুজন যুবক এসে বাসায় প্রবেশ করতে চায়। তাদের সঙ্গে গিয়ে নীরুন্নাহারও মীমের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই দুজন পালিয়ে যায়। পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড দুদিন আগে ঘটেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। মিরাজসহ পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

ঢাকা/তামিম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ