চুয়েটে চাকরি মেলা: ২০টির বেশি প্রতিষ্ঠানের স্টলে কেউ দিচ্ছেন সিভি, কেউ সাক্ষাৎকার
Published: 9th, August 2025 GMT
সকাল থেকেই চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের পদচারণে মুখর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের বাস্কেট বল মাঠ যেন রূপ নিয়েছে এক ক্ষুদ্র কর্মবাজারে—চারদিকে রঙিন ব্যানার, সারিবদ্ধ স্টল, করপোরেট দুনিয়ার অভিজ্ঞ মুখ আর নতুন স্বপ্নে ভরপুর শত শত শিক্ষার্থী। কারও হাতে সযত্নে গোছানো সিভি, কারও ব্যাগে পোর্টফোলিও, আবার কারও চোখে ভরসা আর আশার ঝিলিক। কেউ লাইন দিয়ে অপেক্ষায়, কেউ সরাসরি কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলছেন—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চুয়েট ক্যারিয়ার ক্লাব আয়োজিত চাকরি মেলা।
আজ শনিবার দুই দিনের ক্যারিয়ার উৎসবের দ্বিতীয় দিনে সকাল নয়টায় শুরু হয় দিনব্যাপী এই চাকরি মেলা। ওয়ালটন, প্রাণ, বিএসআরএম, কে ওয়াই স্টিল, ইস্পাহানি, নাভানাসহ ২০টির বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানের স্টলে সকাল থেকেই শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। কেউ সিভি জমা দিচ্ছেন, কেউ তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন, আবার কেউ শিল্পক্ষেত্রের প্রযুক্তি ও দক্ষতা নিয়ে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলাপ করছেন। অনলাইন ও সরাসরি মিলিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী সিভি জমা দেন এ আয়োজনে।
আরও পড়ুনদুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে০৭ আগস্ট ২০২৫সিভি হাতে চাকরি মেলায় শিক্ষার্থী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেনিনে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময় বেশ কয়েকজন নিহত হয়েছেন: সরকার
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে গত রোববার ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময় বেশ কিছু মানুষ নিহত হয়েছেন। দেশটির সরকার সোমবার মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে।
বেনিনের সরকার বলেছে, রোববার ভোরে দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস তালোনের সরকারি বাসভবনে তাঁর নিরাপত্তায় দায়িত্বরত বিশেষ সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল বারতিন বাদার স্ত্রী। এর আগে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের অন্য একটি হামলায় বারতিন বাদাও মারাত্মকভাবে আহত হয়েছেন।
অভ্যুত্থান চেষ্টাকারীদের মধ্যে কয়েকজন এখনো পলাতক। এ ঘটনায় জড়িত এক ডজনের বেশি বিদ্রোহী সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঅভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে, শাস্তি পেতে হবে: বেনিনের প্রেসিডেন্ট তালোন১৯ ঘণ্টা আগেমন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ছোট একটি সেনা দল অভ্যুত্থানের চক্রান্ত করেছিল। তারা প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। তারা শুরুতে কিছু জেনারেল ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে অপহরণ করে এবং তাঁদের অস্ত্র কেড়ে নেয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুনবেনিনে প্রেসিডেন্টকে উৎখাতের দাবি একদল সেনার, সরকারের অস্বীকার০৭ ডিসেম্বর ২০২৫