সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ
Published: 10th, August 2025 GMT
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লা প্রেসক্লাব। রবিবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এসৃয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হামলা, মামলা আর হত্যা করে সাংবাদিকদের কলম থামিয়ে রাখা যাবে না। সমাবেশ থেকে সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন সময়ো হত্যাকান্ডের শিকার সাংবাদিকদের বিচার দাবি করাসহ সাংবাদিকদের নিরাপত্তা আইন পাশের দাবি করা হয়।
ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এবং ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনির হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, নজরুল ইসলাম সুজন, আরিফ হোসেন, জসিম উদ্দিন, রাসেল, লিজা, রনি দাস, সোহেল রানা, নাজমুল, শাহাবুদ্দিন শাহাব,মোস্তাক, হৃদয়, আনোয়ার হোসেন সজীব, পলাশ লালপুরী প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নিরাপত্তা পরিষদে ইসরায়েলের নিন্দা জানাচ্ছেন রাষ্ট্রদূতরা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানানো শুরু করেছেন পরিষদে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। রবিবার অধিবেশন শুরুর পরপরই তারা নিন্দা জানানো শুরু করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি ইসরায়েলের পরিকল্পনাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।
তিনি জানিয়েছেন, ‘বেপরোয়াভাবে শত্রুতা তীব্রতর করার পরিবর্তে সক্রিয় কূটনীতির বদৌলতে’ হামাস ১৪০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দিয়েছে।
পলিয়ানস্কি বলেছেন, “ইসরায়েলি কর্তৃপক্ষ সহিংসতা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা এবং জীবন বিপন্ন হয়েছে।”
তিনি ইসরায়েলকে গাজায় মানবতাবিরোধী অপরাধ করার জন্য অভিযুক্ত করে বলেছেন, “এই অমানবিক হত্যাকাণ্ড শেষ হওয়ার আগে আরো কত ফিলিস্তিনিকে মারতে হবে?”
জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং জানিয়েছেন, গাজার পরিস্থিতি ‘আরো বিপজ্জনক দিকে বিকশিত হচ্ছে।’
তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘গাজা দখলের যেকোনো প্রচেষ্টার দৃঢ়ভাবে বিরোধিতা করতে হবে’ এবং গাজা শহরে সামরিক আক্রমণ পুনর্নবীকরণের ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানাতে হবে।
ফু বলেছেন, “এই সমস্যার সমাধানের উপায় সামরিক নয়।”
ঢাকা/শাহেদ