কাফরুলে নারী খুন, অভিযুক্ত সাবেক স্বামী গ্রেপ্তার
Published: 10th, August 2025 GMT
রাজধানীর কাফরুলে সুমি আক্তার (২১) নামের এক নারীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে তাঁর সাবেক স্বামী মো. শফিকুল ইসলাম কাজীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল সুমি আক্তার ও শফিকুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের কারণে গত ৩০ জুন তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তাঁরা পাশাপাশি বাসায় থাকতেন। সন্তান বাবার কাছে থাকায় সুমি মাঝেমধ্যে খাবার নিয়ে গিয়ে ছেলেকে খাওয়াতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সন্ধ্যায় ছেলের জন্য খাবার নিয়ে সাবেক স্বামীর বাসায় যান সুমি আক্তার। রাত তিনটার দিকে শফিকুল ছেলেকে নিয়ে বের হওয়ার চেষ্টা করলে প্রতিবেশীদের নজরে পড়েন এবং পালিয়ে যান। পরদিন সকাল নয়টার দিকে বাসার তালা ভেঙে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সুমির লাশ পাওয়া যায়। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল।
ঘটনার পর সুমির পরিবারের পক্ষ থেকে কাফরুল থানায় হত্যা মামলা করা হয়। গ্রেপ্তারের পর আদালতে শফিকুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রথমবার ‘রোবোট্রনিকস ফেস্ট’ প্রযুক্তিপ্রেমী তরুণদের লড়াই
ছবি: দীপু মালাকার