ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে (২৯) মারধর ও অপহরণ চেষ্টার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় আটক দুজন ও আশুলিয়ার বাইপাইল মন্ডলবাড়ী এলাকার মো.

দুলাল মন্ডল ওরফে ডেঞ্জার দুলালের (৫৫) নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

আটকরা হলেন- নওগাঁর বদলগাছী থানার খাদাইল মিঠাপুর এলাকার মরহুম ওয়াহেদের ছেলে ইমন (৩২) এবং অন্যজন তার ভাই জাহিদ হাসান (২৬)।

ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম অনিক (২৯) সাভারের রাজফুলবাড়ীয়ার জোড়পুল এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি সংবাদমাধ্যম একাত্তর টেলিভিশনের আশুলিয়া প্রতিবেদক হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পেশাগত কাজ শেষে পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড থেকে বাসায় ফিরছিলেন অনিক। পথে আশুলিয়ার পলাশবাড়ীর নবীনগর-চন্দ্রা মহাড়কের ডিভাইডারের কাছে পৌঁছলে ২ নম্বর অভিযুক্ত অজ্ঞাত একজনকে সঙ্গে নিয়ে দেশিয় অস্ত্রসহ ভুক্তভোগীর গতিরোধ করে তাকে গালিগালাজ করে। এরপর পরিস্থিতি বুঝে ভুক্তভোগী ঘটনাস্থল ত্যাগ করেন। 

প্রায় আধা ঘণ্টা পর তিনি পার্শ্ববর্তী বাইপাইল ফল মার্কেটের কাছে পৌঁছালে ১ থেকে ৩ নম্বর অভিযুক্তসহ অজ্ঞাত আরও ৪-৫ জন দুটি মোটরসাইকেল ও সাদা রংয়ের অজ্ঞাত একটি প্রাইভেটকারসহ এসে তাদের কাছে থাকা রামদা, হকিস্টিক ও কাঠের লাঠিসহ দেশিয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীর ওপর হামলা করে। এসময় তাকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি, লাথি দিতে থাকে। 

২ নম্বর বিবাদি তাকে রামদা দিয়ে মাথায় আঘাত করে। আঘাত ঠেকাতে গিয়ে তার দুটি আঙুল জখম হয়। এছাড়াও মাথার ডান পাশে ও চোখের নিচে আঘাত করে জখম করে। ভুক্তভোগীর পকেট থেকে চৌদ্দ হাজার দুইশ টাকাসহ মানিব্যাগে থাকা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয়। একপর্যায়ে তাকে টেনে প্রাইভেটকারে তুলে নেয়। 

অপহরণের বিষয়টি বুঝতে পেরে তিনি ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলসহ ২ নম্বর ও ৩ নম্বর অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) সফিকুল ইসলাম সুমন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সেইসাথে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হচ্ছে।’’

ঢাকা/সাব্বির/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টেকনাফে অস্ত্র-মাদকসহ ২৮ মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক, অপহরণসহ ২৮ মামলার পলাতক আসামি ও ইউপি সদস্য নুরুল হুদাকে ( ৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার নুরুল হুদা হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর প্রথম আলোকে বলেন, ইউপি সদস্য নুরুল হুদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক পাচারকারী। টেকনাফে পুলিশের কাছে আত্মসমর্পণকারী ১০২ জন মাদক পাচারকারীর মধ্যে নুরুল হুদাও ছিলেন। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় ১৬টি মাদক, একটি অপহরণ, ৩টি অস্ত্র, একটি বিশেষ ক্ষমতা আইন, চারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ মোট ২৮টি মামলা রয়েছে। ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় এসে সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন। গোপন সংবাদের ভিত্তিকে গতকাল রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আজ শনিবার বিকেলে ইউপি সদস্য নুরুল হুদাকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাতে পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়া গ্রামের বাসিন্দা ও একই ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। ইউপি সদস্য রশিদ মিয়ার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মানব পাচার, বিস্ফোরক ও নাশকতার পাঁচটি মামলা রয়েছে। তিনি টেকনাফ উপজেলার যুবলীগের সদস্য ছিলেন।

পৃথক অভিযানে টেকনাফের দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস। তিনি বলেন, সরকার মাদক চোরাচালান দমনে কঠোর অবস্থানে। মাদক ও মানব পাচারকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • টেকনাফে অস্ত্র-মাদকসহ ২৮ মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার