আশুলিয়ায় সাংবাদিককে মারধর-অপহরণের চেষ্টায় আটক ২
Published: 12th, August 2025 GMT
ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে (২৯) মারধর ও অপহরণ চেষ্টার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় আটক দুজন ও আশুলিয়ার বাইপাইল মন্ডলবাড়ী এলাকার মো.
আটকরা হলেন- নওগাঁর বদলগাছী থানার খাদাইল মিঠাপুর এলাকার মরহুম ওয়াহেদের ছেলে ইমন (৩২) এবং অন্যজন তার ভাই জাহিদ হাসান (২৬)।
ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম অনিক (২৯) সাভারের রাজফুলবাড়ীয়ার জোড়পুল এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি সংবাদমাধ্যম একাত্তর টেলিভিশনের আশুলিয়া প্রতিবেদক হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পেশাগত কাজ শেষে পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড থেকে বাসায় ফিরছিলেন অনিক। পথে আশুলিয়ার পলাশবাড়ীর নবীনগর-চন্দ্রা মহাড়কের ডিভাইডারের কাছে পৌঁছলে ২ নম্বর অভিযুক্ত অজ্ঞাত একজনকে সঙ্গে নিয়ে দেশিয় অস্ত্রসহ ভুক্তভোগীর গতিরোধ করে তাকে গালিগালাজ করে। এরপর পরিস্থিতি বুঝে ভুক্তভোগী ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রায় আধা ঘণ্টা পর তিনি পার্শ্ববর্তী বাইপাইল ফল মার্কেটের কাছে পৌঁছালে ১ থেকে ৩ নম্বর অভিযুক্তসহ অজ্ঞাত আরও ৪-৫ জন দুটি মোটরসাইকেল ও সাদা রংয়ের অজ্ঞাত একটি প্রাইভেটকারসহ এসে তাদের কাছে থাকা রামদা, হকিস্টিক ও কাঠের লাঠিসহ দেশিয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীর ওপর হামলা করে। এসময় তাকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি, লাথি দিতে থাকে।
২ নম্বর বিবাদি তাকে রামদা দিয়ে মাথায় আঘাত করে। আঘাত ঠেকাতে গিয়ে তার দুটি আঙুল জখম হয়। এছাড়াও মাথার ডান পাশে ও চোখের নিচে আঘাত করে জখম করে। ভুক্তভোগীর পকেট থেকে চৌদ্দ হাজার দুইশ টাকাসহ মানিব্যাগে থাকা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয়। একপর্যায়ে তাকে টেনে প্রাইভেটকারে তুলে নেয়।
অপহরণের বিষয়টি বুঝতে পেরে তিনি ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলসহ ২ নম্বর ও ৩ নম্বর অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) সফিকুল ইসলাম সুমন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সেইসাথে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হচ্ছে।’’
ঢাকা/সাব্বির/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।