ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার
Published: 12th, August 2025 GMT
ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ তালিকাভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম রেজার (২৭) বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভাতা প্রদানের তালিকায় সেলিম রেজার নাম ‘সি’ ক্যাটাগরিতে আছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে সেলিম রেজার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ২১ বোতল ফেনসিডিল জব্দের পাশাপাশি তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে ৪২ হাজার টাকা, ২টি মুঠোফোন ও জুলাই যোদ্ধার একটি কার্ড পাওয়া যায়।
ঠাকুরগাঁওয়ের জুলাই যোদ্ধা সংগঠনের আহ্বায়ক রায়হান অপু বলেন, ‘সেলিম রেজা একজন জুলাই যোদ্ধা, এ বিষয়ে সন্দেহ নেই। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জুলাই যোদ্ধা হয়ে মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিন্দনীয়। তাঁকে আমরা সংগঠনের কর্মসূচিতে আর অংশ নিতে দেব না।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঠ ক রগ
এছাড়াও পড়ুন:
অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...
প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।
অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’
এনজেল নূর