নগরীর ভুইয়ারবাগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিদ্যানিকেতন স্কুল পরিদর্শনে গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

পরে জাকির খান স্কুলের পাঠাগার, বিজ্ঞানাগার ও স্মার্ট ক্লাস রুম  পরিদর্শন করেন। এসময় জাকির খানকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় জাকির খান বলেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। তিনি বলেন আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন সব সময় ভালো কাজের জন্য এলাকাবাসীর সাথে থাকতে চাই। ভুঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুল আমাদের অহংকার। এ এলাকায় একটি স্কুল প্রতিষ্টা করার স্বপ্ন ছিল আমার। আপনারা সে স্বপ্ন পুরন করছেন।

আমাদের দেওভোগে আলো ছড়িয়ে দিচ্ছে। আমি এবং আমার পরিবার এ স্কুলের উন্নয়নে পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। 

এ-সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও সাবেক পিপি এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যপারী ও অতিরিক্ত পিপি এডভোকেট রাজীব মন্ডল এবং জাকির খানের মেয়ে ইহন খান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক  কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে নগরীর ১নং খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‎আপনাদের মধ্যে এখনো যে ইউনিটি আছে সেজন্যই আমরা এই দেশটাকে পেয়েছিলাম।

মুক্তিযুদ্ধে আপনাদের যে অবদান ছিল সেই মাটির টানে নিজের জীবন বাজি রেখে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

আমার দরজা সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য খোলা থাকবে, আপনাদের যেকোন বিষয়, যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের এই ইউনিটি এজেলাকে অনেক শক্তিশালী করবে। আপনারা দেশের জন্যে যে কাজ করেছেন তা প্রশংসনীয়। আমরা চাই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে।

ডিসি আরও বলেন, আজকে আমার সামনে যারা বসে আছেন তারা এই জাতির সূর্য সন্তান। আমরা আপনাদের দেখে উৎসাহিত হই ও গর্ববোধ করি। মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের আজকে যে নতুন কমিটি করা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই।

আপনারা শুনেছেন আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। এইজন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকে, এত বছর পরে আপনাদের এই উপস্থিতি দেখে আমি অভিভূত। 

সভাপতির বক্তব্যে ‎বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধার সন্তান সে কথা আমাদের মনে রাখতে হবে। কাজেই তার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই।

৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি চাই, আপনার দরজাটা যেনো সবসময় মুক্তিযোদ্ধাদের জন্য খোলা থাকে। এটাই শুধু আপনার কাছে আামাদের চাওয়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমারা যারা জেলার মুক্তিযোদ্ধা হিসেবে আছি আমরা সকলেই এক আছি।

‎বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক মোহাম্মদ আলী'র সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া'র সার্বিক পরিচালনায় এ-সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেন, কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
  • ভোটের মাঠে সরব জামায়াতপন্থি আইনজীবিদের ভোট প্রার্থনা
  • আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি ঘোষণা 
  • খুলনা আইনজীবী সমিতির ২৫ কোটি টাকা আত্মসাৎ হয়েছে: অডিট
  • নারায়ণঞ্জ জেলা রোভার স্কাউট’র দিনব্যাপী কর্মশালা 
  • নারায়ণগঞ্জে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
  • শিবচরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওপর হামলা, আহত ২৫