আমরা দুজন মাঝখানে পর্বত নিয়ে ঘুমাই
কেউ টপকাতে পারি না কৈলাস কি হিমালয়,
আমাদের বেজ ক্যাম্পের রাত ফুরায় না,
সাদা বরফের মেয়ে, তোমার শরীরে ফুটেছে
মাতাল মহুয়া ফুল, বাদুড়ের হয় না ঘুম—
কোনো এক পাহাড়ি চিতার নিঃশব্দ চরাচর,
বরফের পাঁচিল সশব্দে খসে পড়ে
গলে না বরফ তবু, বেজ ক্যাম্প ক্রমশ
আমাদের নিয়ে যায় দীর্ঘ রাতের কাছে—
উপত্যকায় কারা যেন গান গায়,
রাতের কোরাস জোছনার মতো চারপাশে
যেন কোন দূরতম প্রেমিকের আহ্বান,
তবু তুমি ফিরে আসো পুরোনো তাঁবুতে—
রাতের বেহায়া চাঁদ দোল খায় হেমকে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অনশন করতে গিয়ে শিক্ষকদের অনেকে অসুস্থ
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবি আদায়ে শহীদ মিনারে অনশনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায় তিন দফা দাবি আদায়ে অনশনরত অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
পাশে আন্দোলনরত শিক্ষাকরা ‘এক দুই তিন চার, আবরার তুই গদি ছাড়’; ‘বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া, দিতে হবে দিয়ে দাও’; ‘অবিলম্বে প্রজ্ঞাপন, দিতে হবে দিয়ে দাও’; ‘১৫০০ টাকা চিকিৎসা ভাতা, দিতে হবে দিয়ে দাও’; ‘শিক্ষকদের ওপর হামলা কেন, বিচার চাই করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুননেছা স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মো. ফখরুল আলম রাইজিংবিডি ডটকমকে বলেন, “দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে। সরকারকে বলব শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত ক্লাসে ফিরে যেতে দিন।”
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’- এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “অনশনরত অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তিন দফা দাবি সম্পূর্ণ মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ও অনশন চলবে।”
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের তিনি দফা দাবিগুলো হলো- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করতে হবে।
ঢাকা/রায়হান/এস