খালেদা জিয়ার জন্মবার্ষীকিতে এতিম ছাত্রদের নিয়ে শ্রমিক নেতা সেলিমের দোয়া
Published: 15th, August 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদরাসার এতিম ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশনায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৬৫) সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ২১০ মেঃ ওঃ সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (রেজিঃ নং ঢাকা ব-৪১৮৮)'র সাবেক প্রধান উপদেষ্টা সভাপতি মোসলেহ উদ্দিন সেলিমস উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং দেশবাসী সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ মহিউদ্দিন ইমদাদুল উলুম কাওমী মাদরাসা ও এতিম খানার হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ। এসময় মাদরাসার এতিম ছাত্র ও বিএনপির নেতৃবৃন্দসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ এত ম ছ ত র
এছাড়াও পড়ুন:
জয়পুরহাটে গভীর নলকূপের লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
জয়পুরহাটে গভীর নলকূপের এক লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) ক্ষেতলাল উপজেলার বরাইল ইউনিয়নের কলিঙ্গা গ্রামের একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সাইদ (৬৫) ওই গ্রামেরই বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই গভীর নলকূপের লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ বলছে, নিহতের হাত-পা বাঁধা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
আরো পড়ুন:
চিরকুট: ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’
কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে আবু সাইদ নলকূপ পাহারা দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তবে, শুক্রবার সকালে তিনি বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তার মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আব্দুল্লাহ/রাজীব