বৈষম্য নিরসনের দাবিতে বেরোবির প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ
Published: 25th, August 2025 GMT
রংপুরে নিজেদের ন্যায্য দাবি আদায়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা ‘অধিকার আন্দোলন’ ব্যানারে প্রধান ফটকে সমবেত হন।
আরো পড়ুন:
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি হয়নি: ব্যারিস্টার ফুয়াদ
রংপুরে শ্বশুর-জামাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন
পরে সেখান থেকে ২ কিলোমিটার দূরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর খামার মোড় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান নেন।
সেখানে তারা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেড উন্মুক্তকরণ এবং বিএসসি পাশ করা ছাড়া কাউকে ইঞ্জিনিয়ার না বলাসহ তিন দফা দাবি উপস্থাপন করেন। প্রকৌশল খাতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার আনার দাবিও জানান তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এসএসসির পর ৪ বছর মেয়াদি পলিটেকনিক কোর্স সম্পন্ন করে ইঞ্জিনিয়ারিং খাতে নবম ও দশম গ্রেডে প্রভাব বিস্তার করছে, যা পুরোপুরি নিয়মবহির্ভূত।
তারা বলেন, আমরা ইন্টারমিডিয়েট পাশ করে ৪ বছর মেয়াদি অনার্স ও ১ বছর মেয়াদি মাস্টার্স সম্পন্ন করার পরও দশম গ্রেডে চাকরির আবেদন করতে পারছি না। পাশাপাশি নবম গ্রেডে পদোন্নতির ক্ষেত্রেও মেধা অবমূল্যায়িত হচ্ছে এবং ডিপ্লোমাধারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
পরে প্রধান প্রকৌশলীর বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
আন্দোলন চলাকালে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান, আহসানুজ্জামান রাফি, আরাফাত হোসেন প্রমুখ।
অন্যদিকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে একই দিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাত দফা দাবিতে আন্দোলন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী ফোরাম সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন নবম ও দশম গ্রেডভুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
একইসঙ্গে বিরুদ্ধাচরণকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দেন তারা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী ফোরাম সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার আহ্বায়ক আজহারুল হক।
ঢাকা/আমিরুল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দশম গ র ড
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট