রংপুরে নিজেদের ন্যায্য দাবি আদায়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা ‘অধিকার আন্দোলন’ ব্যানারে প্রধান ফটকে সমবেত হন।

আরো পড়ুন:

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

রংপুরে শ্বশুর-জামাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন

পরে সেখান থেকে ২ কিলোমিটার দূরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর খামার মোড় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান নেন।

সেখানে তারা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেড উন্মুক্তকরণ এবং বিএসসি পাশ করা ছাড়া কাউকে ইঞ্জিনিয়ার না বলাসহ তিন দফা দাবি উপস্থাপন করেন। প্রকৌশল খাতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার আনার দাবিও জানান তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এসএসসির পর ৪ বছর মেয়াদি পলিটেকনিক কোর্স সম্পন্ন করে ইঞ্জিনিয়ারিং খাতে নবম ও দশম গ্রেডে প্রভাব বিস্তার করছে, যা পুরোপুরি নিয়মবহির্ভূত। 

তারা বলেন, আমরা ইন্টারমিডিয়েট পাশ করে ৪ বছর মেয়াদি অনার্স ও ১ বছর মেয়াদি মাস্টার্স সম্পন্ন করার পরও দশম গ্রেডে চাকরির আবেদন করতে পারছি না। পাশাপাশি নবম গ্রেডে পদোন্নতির ক্ষেত্রেও মেধা অবমূল্যায়িত হচ্ছে এবং ডিপ্লোমাধারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

পরে প্রধান প্রকৌশলীর বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

আন্দোলন চলাকালে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান, আহসানুজ্জামান রাফি, আরাফাত হোসেন প্রমুখ।

অন্যদিকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে একই দিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাত দফা দাবিতে আন্দোলন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী ফোরাম সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন নবম ও দশম গ্রেডভুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

একইসঙ্গে বিরুদ্ধাচরণকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দেন তারা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী ফোরাম সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার আহ্বায়ক আজহারুল হক।

ঢাকা/আমিরুল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দশম গ র ড

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ