জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি বাস্তবায়ন, জকসু নীতিমালা প্রণয়ন ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

আরো পড়ুন:

জকসু নির্বাচনসহ ৫ দফা দাবি জবি ছাত্রশিবিরের

‘বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দেবে ঢাবি’

এদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ অভিযোগ করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে তামাশা করছে। আমরা চারদিন ধরে আন্দোলন করছি, অথচ এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা আসেনি।”

এর আগে, রবিবার (২৪ আগস্ট) আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেন। এ সময় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে তালা খোলার পর প্রশাসনিক ভবনের সকলে রাত ১টায় ভবন ত্যাগ করেন। তবে শিক্ষার্থীরা সারারাত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

কর্মসূচিতে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “প্রশাসনের গড়িমসিতে আমাদের বৃত্তি ও জকসু আটকে আছে। তারা যদি রোডম্যাপ দিত, তবে আমরা আন্দোলন করতাম না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ