বাংলাদেশ ২০২৬-২৭ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি-সি সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ লক্ষ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সমর্থন কামনা করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আরো পড়ুন:

ভোলায় ২০ রুটে ৭ দিন লঞ্চ চলাচল বন্ধ

মন্ত্রীদের কারখানা থাকায় শ্রমিকদের স্বার্থ রক্ষা সম্ভব হয়নি: সাখাওয়াত

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সমর্থন কামনা করেন তিনি।

তিনি  বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম দেশ। যার তিনটি সমুদ্রবন্দর ও মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর রয়েছে। দেশের ৬৪টি অভ্যন্তরীণ নদী বন্দর এবং বৃহৎ জনগোষ্ঠী মেরিটাইম খাতের উপর নির্ভরশীল।”

তিনি আরো বলেন, “বাংলাদেশে তৈরি জাহাজ বিদেশে রপ্তানি হচ্ছে এবং বিশ্বমানের মেরিন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।”

এ সময় তিনি আইএমও নির্বাচনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন এবং সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.

তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং শিপ রিসাইক্লিং খাতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।”

পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ রোধে বাংলাদেশের পদক্ষেপসমূহ তুলে ধরেন।

নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ আইএমওর কার্বনমুক্ত ভবিষ্যৎ বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

ঢাকা/এএএম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ