নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) সামনে একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সচালক বিজয় (৩০) ও মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।

আরো পড়ুন:

চট্টগ্রামে ঘরে আগুনে লেগে নারীর মৃত্যু, দগ্ধ ৩

চট্টগ্রামে সৈকত বার ও রেস্টুরেন্টের আগুন নিভেছে

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম তার আট বছরের অসুস্থ নাতিকে চিকিৎসার জন্য ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসেন। শিশুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠাতে বলেন চিকিৎসকেরা। রাত ৮টার দিকে ভাড়া করা অ্যাম্বুলেন্সে ওঠার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে চালক বিজয়ের শরীর ও হাত দগ্ধ হয় এবং পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারা বেগমের শরীরের ডান পাশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, ‘‘অ্যাম্বুলেন্সের ভেতরে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। চালক গাড়ি চালু করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’’

তিনি আরো বলেন, ‘‘আমরা অ্যাম্বুলেন্সের ভেতরের সেই সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হতে দেখেছি। পরে আমরা সিলিন্ডারের গ্যাস বন্ধ করি। ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে গাড়ির ভেতরে গ্যাস জমে ছিল।’’

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘‘অ্যাম্বুলেন্সটি বেসরকারি ভাড়া করা। কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

ঢাকা/অনিক/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির   ২০২৪ -২০২৬  প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র  সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে  এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ,  বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে  বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে  পালন করা হবে।  সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং  র‌্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘

আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি  ঘোষনা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত