সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বের জের ধরে আপন বড় ভাইয়ের দায়েরকৃত চাঁদাবাজী মামলায় বাপ-ছেলে রয়েছে কারাগারে এবং গ্রেপ্তার এড়াতে বসতবাড়ি ছেড়ে পালিয়ে বেরাচ্ছেন স্ত্রী-কন্যা।

এতেই ক্ষান্ত হননি গুনধর বড়ভাই, নিজের আপন ছোটভাই-ভাতিজাকে জেলে পাঠিয়ে এবং ভাইয়ের স্ত্রী-কন্যাকে বাড়ি থেকে বিতারিত করে ভাংচুর করেছেন ছোটভাইয়ের নির্মাণাধীন বিল্ডিং। 

এমনই এক গুরতর অভিযোগ উঠেছে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত সুখাই বেপারীর ছেলে বরকত মোল্লা (৭৫) এবং তার পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগীরা হলো, সাদেকুর রহমান সাদেক মোল্লা (৫৬), তার ছেলে সিয়াম (২১), স্ত্রী শেফালী আক্তার ও মেয়ে সিনথিয়া।

এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অন্যদিকে সৃষ্ঠি হয়েছে ক্ষোভ। এ বিষয়টি সুষ্ঠু ও নিরেপক্ষ তদন্তের করে সূষ্ঠু সুরাহার দাবি জানান এলাকাবাসী। 

ভুক্তভোগী সাদেকুর রহমানের স্ত্রী শেফালী আক্তার বলেন, পৈত্রিক বসতভিটা নিয়ে আমার স্বামীর সাথে তার বড়ভাই বরকত মোল্লার মধ্যে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আদালতে দেওয়ানী মামলা-মোকদ্দমা চলামান রয়েছে।

এ নিয়ে গত ২১ আগষ্ট রোজ বৃহস্পতিবার এলাকার গন্যমান্য ব্যক্তিরা দুই ভাইয়ের দ্বন্দ্ব নিরসণে শালিসি করে মীমাংসা পর্যায়ে নিয়ে যায়। 

কিন্তু ২৪ আগষ্ট রবিবার দিবাগত রাতে আমার ভাসুর বরকত মোল্লা গং মিথ্যা চাঁদাবাজী মামলা দিয়ে আমার স্বামী এবং আমার ছেলেকে পুলিশে ধরিয়ে দেয়। বর্তমানে তারা নারায়ণগঞ্জ জেলা কারাগারে রয়েছে। ওই মামলায় আমি এবং আমার মেয়েও আসামি।

আমরাও মা মেয়ে পালিয়ে বেরাচ্ছি। তারা আমার স্বামী এবং ছেলেকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর ২৬ আগস্ট মঙ্গলবার বরকত মোল্লা তার লোকজন নিয়ে আমাদের নির্মাণাধীন বিল্ডিংটি ভেঙ্গে ফেলে। এতে আমাদের অন্তত ৬/৭ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

শেফালী আক্তার আরো বলেন, আমার ভাসুর বরকত মোল্লার এক ছেলে উকিল হওয়ায় মিথ্যা মামলা দিয়ে আমার স্বামী এবং সন্তানকে সারাজীবন কারাগারে রাখবে বলেও হুমকি দিয়ে আসছে। তারা আমাদের বিরুদ্ধে আরো একাধিক মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে। 

আমার স্বামী তার বড়ভাই বরকত মোল্লার কাছে পৈত্রিক সম্পত্তির হিসাব চাওয়ায় দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ইতিমধ্যে বরকত মোল্লা তার প্রাপ্য সম্পত্তির অতিরিক্ত জবর দখল করে রেখেছে এবং আমার স্বামীসহ আমাদেরকে হয়রানী করছে। 

আমরা জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে বরকত মোল্লার জুলুম থেকে আমাদেরকে রক্ষা করে, এ দাবি জানাচ্ছি। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও পর ব র ন র য়ণগঞ জ বরকত ম ল ল র আম র স ব ম দ বন দ ব আম দ র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ