পরিচালকের বিরুদ্ধে নায়িকার বিস্ফোরক অভিযোগ
Published: 2nd, September 2025 GMT
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা রাজ রিপা হঠাৎ করেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন নির্মাতা ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে। একইসঙ্গে ক্ষোভ থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
রাজ রিপা প্রথম নায়িকা হিসেবে নাম লেখান ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমায়। তবে সিনেমাটি মুক্তির আগেই তিনি ‘ময়না’ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক করেন। দীর্ঘদিন ধরে ‘মুক্তি’ সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও নানা জটিলতায় তা আটকে।
আরো পড়ুন:
এশিয়ার সেরা দশে আহসান স্মরণের ‘বেতার’
আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি: জয়
সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি পোস্ট দেন রাজ রিপা। সেখানে এই অভিনেত্রী লেখেন, “খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। কারো সাথে বেইমানি করিনি, কাউকে ঠকাইনি—শুধু নিজেই ঠকেছি। কারো কাছে এক টাকা দেনা নেই, কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে।”
অভিনেত্রী অভিযোগ করেন, চার বছর ধরে ‘মুক্তি’ সিনেমা নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছেন। রাজ রিপা লেখেন, “আমার জায়গায় অন্য মেয়ে হলে হয়তো সুইসাইড ছাড়া কিছুই ভাবতো না। বারবার ডিপ্রেশনে পড়েছি, আবার একা একাই উঠে দাঁড়িয়েছি। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, কিন্তু সেটাও আমাকে চাপ দিয়ে করতে বলা হয়েছে। চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি।”
রাজ রিপার দাবি, পরিচালক ইফতেখার চৌধুরী তাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে নিজের আখের গুছিয়েছেন, অথচ তার জন্য কিছুই করেননি। ক্ষোভ প্রকাশ করে রাজ রিপা লেখেন, “৮ বছরে ‘মুক্তি’ ছাড়া তার কোনো সিনেমা নেই। শেষ কাজ করেছেন একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট, সেটাও আমার এনে দেওয়া। অসুস্থতার অজুহাত দেখিয়ে সব কাজ আটকে রেখেছেন। এতে আমিও মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। এমনকি রাগ করলে হুমকি দেন, সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেলবেন।”
শেষে হতাশার সুরে রাজ রিপা লেখেন, “কি করব? কার কাছে বিচার চাইব? আল্লাহর কাছে বিচার তুলে দিলাম। এই শহর ছেড়ে চলে যাব, পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। আমার মতো অসংখ্য স্বপ্নবাজ এভাবেই হেরে যায় বেইমানের কাছে।”
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ময়না’ সিনেমায় কাজ করে রাজ রিপা কিছুটা স্বস্তি পেলেও, ‘মুক্তি’ ঘিরে দীর্ঘ ভোগান্তি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বলেই তিনি দাবি করেছেন।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ইফত খ র চ ধ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা