সংঘর্ষে উস্কানিদাতা উদয় কুসুমের বিরুদ্ধে মামলা করেনি চবি প্রশাসন
Published: 3rd, September 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে এ সংঘর্ষে সরাসরি উস্কানিদাতা, বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়ার বিরুদ্ধে মামলা করা হয়নি। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরো পড়ুন:
চবিতে মডেল থানা স্থাপনের জন্য আবেদন
চট্টগ্রামে পর্যটকদের সঙ্গে অটোরিকশার চালকদের সংঘর্ষ, আহত ১২
এদিকে, সংঘর্ষের দিন (৩১ আগস্ট) উদয় কুসুম বড়ুয়ার উস্কানিমূলক ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। একইদিনে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, উদয় কুসুম শিক্ষার্থীদের উপর হামলার জন্য স্থানীয়দের উস্কে দিয়েছিল। সেই ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়লে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু চবি প্রশাসনের দায়ের করা মামলার এজাহারে তার নাম নেই।
বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী সৃজন বড়ুয়া বলেন, “মামলার এজাহারে উদয় কুসুম বড়ুয়ার নাম নেই কেন? অথচ এই লোকটিই গ্রামবাসীদের ছাত্রদের ওপর হামলার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এই ব্যক্তির নামে মামলা করল না?”
২০২২-২৩ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, “সে স্থানীয় হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার পক্ষে অবস্থান নিয়েছে এবং হামলা উস্কে দিয়েছে। একটি দলের কেন্দ্রীয় নেতা হয়েও তার এমন উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই কাম্য ছিল না। তার এ বক্তব্য শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি প্রভাব রেখেছিল। সারা দেশব্যাপী তাকে নিন্দা জানায়।”
তিনি বলেন, “সংঘর্ষের দিনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়ের করা মামলার এজাহারে তার নাম না থাকায় আমরা বিস্মিত হয়েছি। অতিদ্রুত তার নামে মামলা দায়ের করে আইনের আওতায় আনা হোক।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.
গত রবিবার (৩১ আগস্ট) সংঘর্ষের দিন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ২ নম্বর গেট বাজারে ওই বক্তব্যে তিনি বলেন, “উচ্ছৃঙ্খল ছেলেরা ভিসিকেও মানে না। অনতিবিলম্বে এই কুলাঙ্গার ছেলেদের, যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে না পারলে আমরা জোবরার সমস্ত জনগণ বিশ্ববিদ্যালয় ঘেরাও করবো। এর জন্য জীবন দিতে হলে জীবন দেব। আমার এলাকার সম্মানের চেয়ে আমার জীবন বড় নয়।”
তিনি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে এ সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলন, রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করব। সোজা আঙ্গুলে ঘি উঠে না। কোনো অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আপোষ বা আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া যাবে না।”
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ব এনপ উদয় ক স ম স ঘর ষ র দ র ওপর ক র কর র জন য ব এনপ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা