শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১
Published: 4th, September 2025 GMT
মাদারীপুরের কালকিনিতে চার বছর বয়সী শিশুর সামনেই তার মা পাখি বেগমকে (২৮) রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে পরদিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করেছে।
পাখি বেগম কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদী প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
আরো পড়ুন:
অপহরণ করে শিশুকে হত্যা, মাথার খুলি ও হাড় উদ্ধার
মহেশখালীতে শিশুকে ধর্ষণ ও হত্যা: যুবকের মৃত্যুদণ্ড
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাখি বেগম সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসতঘরের চালের ওপর ইট-পাটকেল ছুঁড়ে মারে। শব্দে পাখি বেগমের ঘুম ভেঙে গেলে তিনি দরজা খুলে বাইরে তাকান। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে শিশু সন্তানের সামনেই এলোপাতাড়ি কুপিয়ে পাখি বেগমকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। শিশু সন্তানের চিৎকার শুনে স্থানীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে পুলিশ। পলি বেগম একই এলাকার শাহাদাত হাওলাদারের স্ত্রী।
নিহতের শাশুড়ি নাজমা বেগম বলেছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আমার পুত্রবধূকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের রাতে পলি বেগম তার বাড়িতে বসে ঢোল পিটিয়ে নাচ-গান করেছে, যাতে খুনের ঘটনা কেউ টের না পায়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে পলি বেগমের স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদার জড়িত বলেও অভিযোগ করেছেন নাজমা বেগম। হত্যাকাণ্ডের পর শাহাদাত ও ইউনুসকে এলাকায় দেখা যায়নি।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পাখি বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য উদ ধ র ব গম র সন ত ন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫