নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যাকে (৩৮) ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের এই অভিযোগ এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি করে। এরপর রহস্য উদ্ধারে পুলিশ সক্রিয় হলে বেরিয়ে আসে আসল ঘটনা। শ

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম।

তিনি বলেন, ‘‘সদর উপজেলার আবদুর রহমান মোল্যার ছেলে ইব্রাহিম মোল্যাকে গত সোমবার ভোর রাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনা জানতে পেরে তদন্তে নামে ডিবি পুলিশসহ বিভিন্ন সংস্থা। এর মধ্যে পরিকল্পিতভাবে মানববন্ধন, প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের এবং জিডি করার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে ইব্রাহিম মোল্যার পরিবারের লোকজন। পরে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে জিডি নেওয়া হয়।’’

তিনি জানান, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেলার কোতয়ালী থানার বিহারি কলোনি থেকে ডালিম হোসেনের বাড়ি থেকে ইব্রাহিম মোল্যাকে উদ্ধার করে। ডালিম সম্পর্কে ইব্রাহিমের ভায়রা। জিজ্ঞাসাবাদে সে জানায়, জলমহাল নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষকে মিথ্যা হয়রানি এবং বিভিন্ন লোকজনের কাছে দেনা থাকায় তার স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে যোগসাজশ করে স্বেচ্ছায় আত্মগোপন করে এ নাটক সাজান ইব্রাহিম। 

মিথ্যা দোষারোপ এবং পুলিশকে হয়রানি করায় সদর থানার পুলিশ উপ-পরিদর্শক হায়াৎ মাহমুদ খান বাদী হয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন। 
 

ঢাকা/শরিফুল//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।

উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।

পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার