নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক, হলো না শেষ রক্ষা
Published: 6th, September 2025 GMT
নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যাকে (৩৮) ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের এই অভিযোগ এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি করে। এরপর রহস্য উদ্ধারে পুলিশ সক্রিয় হলে বেরিয়ে আসে আসল ঘটনা। শ
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম।
তিনি বলেন, ‘‘সদর উপজেলার আবদুর রহমান মোল্যার ছেলে ইব্রাহিম মোল্যাকে গত সোমবার ভোর রাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনা জানতে পেরে তদন্তে নামে ডিবি পুলিশসহ বিভিন্ন সংস্থা। এর মধ্যে পরিকল্পিতভাবে মানববন্ধন, প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের এবং জিডি করার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে ইব্রাহিম মোল্যার পরিবারের লোকজন। পরে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে জিডি নেওয়া হয়।’’
তিনি জানান, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেলার কোতয়ালী থানার বিহারি কলোনি থেকে ডালিম হোসেনের বাড়ি থেকে ইব্রাহিম মোল্যাকে উদ্ধার করে। ডালিম সম্পর্কে ইব্রাহিমের ভায়রা। জিজ্ঞাসাবাদে সে জানায়, জলমহাল নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষকে মিথ্যা হয়রানি এবং বিভিন্ন লোকজনের কাছে দেনা থাকায় তার স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে যোগসাজশ করে স্বেচ্ছায় আত্মগোপন করে এ নাটক সাজান ইব্রাহিম।
মিথ্যা দোষারোপ এবং পুলিশকে হয়রানি করায় সদর থানার পুলিশ উপ-পরিদর্শক হায়াৎ মাহমুদ খান বাদী হয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন।
ঢাকা/শরিফুল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর
সাতক্ষীরার আশাশুনি থেকে আট দিন আগে অপহরণ হওয়া এক কিশোরীর খোঁজ এখনো মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মেয়েটিকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। মেয়েকে জীবিত ফেরত পেতে ব্যাকুল হয়ে আছে পরিবার।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে অপহৃতের বাবা বিষয়টি গণমাধ্যমকে জানান।
আরো পড়ুন:
আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাক্ষাৎ
নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার
মেয়েটির বাবার করা অভিযোগ সূত্রে জানা গেছে, তার ১৫ বছর বয়সী মেয়েকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেন আশাশুনির খড়িয়াটী গ্রামের পীর আলী সরদারের ছেলে গোলাম কিবরিয়া। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদারাসায় যাওয়ার পথে গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযুক্তরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এ ঘটনায় আশাশুনি থানায় জিডি করেন মেয়েটির বাবা, যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫।
এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার মোবাইলে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, “মেয়েটির পরিবার সাধারণ ডায়েরি করেছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে পারব।”
ঢাকা/শাহীন/মাসুদ