পুরুষের পাশাপাশি নারীদের সমাজ উন্নয়নে এগিয়ে আসতে হবে: ফরিদা আখতা
Published: 7th, September 2025 GMT
নিজে স্বয়ংসম্পূর্ণ হলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, পুরুষের পাশাপাশি নারীদের সমাজ উন্নয়নে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলাকারীরা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মহানবীর (সা.
ফরিদা আখতার বলেন, “পশু পালনের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আসে। আপনারা নিজের সন্তানের মতো হাঁস-মুরগি ও পশু মমতা দিয়ে পালন করেন। সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে পশু পালন করলে ক্ষতি কম হবে।”
এ সময় তিনি ৬৪টি পরিবারের মধ্যে ২১টি করে হাঁস, ৬৯টি পরিবারের মাঝে ২৫টি করে মুরগি, ১০টি পরিবারের মধ্যে দুইটি করে ছাগল, ৭৪ টি পরিবারের মধ্যে তিনটি করে ভেড়া, মোট ২১৭ টি পরিবারের মাঝে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ করেন।
প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক স্কীন প্রজনন শাহ জামান খান, প্রাণী সম্পদ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, কেরানীগঞ্জ পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ।
ঢাকা/শিপন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট পর ব র র ম
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা