পাকিস্তান দাবি করেছে, তারা তাদের জলসীমায় প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের সন্ধান পেয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, এ মজুদের পরিমাণ এত বিপুল যে তা তাদের ভাগ্য বদলে দিতে পারে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আরো পড়ুন:

নওয়াজ শরীফ ও মরিয়ম নওয়াজের সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

পাকিস্তানে ক্রিকেট মাঠে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ জানিয়েছেন যে, চীনের সহযোগিতায় একটি যৌথ জরিপে পাকিস্তানের নৌবাহিনী সমুদ্রের গভীরে বিশাল গ্যাসের মজুদ আবিষ্কার করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) পাকিস্তানের নৌবাহিনী দিবস উপলক্ষে বিশেষ টক শো আয়োজন করেছিল জিও নিউজ। সেই টক শোতে এই তথ্য প্রকাশ করেন সাবেক রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ।

তিনি বলেন, “আমাদের জলসীমা কেবল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, বরং সামুদ্রিক সম্পদের ভাণ্ডারও রয়েছে। এসব সম্পদ অনুসন্ধানে পাকিস্তান নৌবাহিনী কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। আমরা যদি এই সম্পদ বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাই, তাহলে পাকিস্তানের অর্থনীতির চেহারা বদলে যাবে।”

সাবেক নৌ কর্মকর্তার দাবি, সম্প্রতি চীনের সহায়তায় পরিচালিত একটি বিস্তারিত জরিপে নিশ্চিত করা হয়েছে যে, আরব সাগরে পাকিস্তানের জলসীমার তলদেশে বিশাল গ্যাসের মজুত রয়েছে। 

সাগরের তলদেশের গভীরে আনুমানিক কী পরিমাণ গ্যাস সঞ্চিত আছে, তা এখনও জানা যায়নি। টক শোতে রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেন, “এজন্য আরও বিস্তৃত অনুসন্ধানের প্রয়োজন আর সেই অনুসন্ধানের জন্য প্রয়োজন বিনিয়োগকারী। আমরা এখন বিনিয়োগকারী খুঁজছি।”

তিনি চ্যালেঞ্জগুলোর দিকেও ইঙ্গিত করেন। ফাওয়াদ বলেন, “যখনই পাকিস্তান অগ্রগতির দিকে অগ্রসর হয়, তখনই পঞ্চম প্রজন্মের শত্রুতাপূর্ণ যুদ্ধ কৌশল বিনিয়োগকারীদের দূরে সরিয়ে দেয়।” 

তবে তিনি আরো বলেন, “বিশেষ বিনিয়োগ সুবিধা কাউন্সিল এবং সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাকিস্তানকে একটি শক্তিশালী অর্থনীতি দেওয়ার জন্য একটি নতুন প্রতিরক্ষা কৌশল তৈরি করা হয়েছে।”

প্রসঙ্গত, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ৭৭ বছর অতিক্রান্ত হলেও পুরো পাকিস্তানজুড়ে খনিজ সম্পদ সম্পদের ব্যাপক ও বিস্তৃত অনুসন্ধান হয়নি। গত বছর বেইজিং এক্ষেত্রে পাকিস্তানকে সহায়তার প্রস্তাব দিলে তা গ্রহণ করে ইসলামাবাদ। তারপর থেকে বেইজিং ও ইসলামাবাদ যৌথভাবে পাকিস্তানের খনিজ সম্পদের অনুসন্ধান করছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ