ডাকসু ভোটের ফল: একুশে হল ও সুফিয়া কামাল হলে সাদিক, ফরহাদ, মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী
Published: 10th, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এরই মধ্যে কার্জন হল কেন্দ্রে একুশে হলের এবং ভূতত্ত্ব কেন্দ্রে সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। উভয় হলে ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্জন হল কেন্দ্রে একুশে হলের নির্বাচনে ডাকসুর ভিপি পদে ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। আর জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
আরো পড়ুন:
পরাজয়কে সম্মানিত করার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান হাসনাতের
ডাকসুর ভোট গণনা চলছে, ফল জানতে সিনেটে ভিড়
কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদে ভিপি পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জালাল শূন্য, জামিল খালিদ ১৭, ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১, ইমি শূন্য।
কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদে জিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের ১৮৭, মাহিন সরকার ৩, হামিম ১৮০।
কার্জন হল কেন্দ্রে (একুশে হল) কেন্দ্রীয় সংসদে এজিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মায়েদ ১৪১, তাহমিদ ১০১, এ্যানি ৮, জুবেল ২৪, হাসিব ১২, অদিতি ১০।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এরপর গণনা শেষে রাত দেড়টার দিকে কার্জন হল কেন্দ্রে একুশে হলের ফলাফল ঘোষণা শুরু হয়। অন্যান্য কেন্দ্রেও ফল ঘোষণা চলছে।
ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফলেও ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন।
ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলে ভিপি পদে প্রাপ্ত ভোট সংখ্যা হলো: সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম খান ৪২৩, উমামা ফাতেমা ৫৪৭, শামীম ৪৮৫।
জিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭, হা-মিম ৪০২, আরাফাত ৪৯৮, আবু বাকের ২১৬।
এজিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: মহিউদ্দিন ১১৩৫, তাহমিদ ৩৫৩, জাবির ১৩০।
ঢাকা/রায়হান/মেহেদী/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ক ম ল হল হয় ছ ন ফরহ দ ফল ফল
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।
গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।
খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।