জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- জাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর ভোটারদের অমোচনীয় কালি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন দুই প্রার্থী। 

তারা হলেন- বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের জিএস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের এজিএস প্রার্থী আল আমিন।

তৌহিদ সিয়াম গণমাধ্যমকে বলেন, ‘‘ভোট দেওয়ার পরও বহু ভোটারকে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে না। এছাড়া কেন্দ্রের সামনে অনেক প্রার্থীকে প্রচারপত্র বিতরণও করতে দেকা গেছে।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের এজিএস প্রার্থী আল আমিন গণমাধ্যমকে বলেন, ‘‘আমাদের হলে ভোট দেওয়ার সময় কোনো ভোটারের আঙুলের ওপর মার্ক দেওয়া হচ্ছে না। শুধু সই নিয়ে ব্যালট পেপার দিচ্ছে।’’

এ অভিযোগের সত্যতা জানান একাধিক ভোটারও। ইশতিয়াক নামে শেখ রাসেল হলের আবাসিক এক শিক্ষার্থী বলেন, “আমি হলে ভোট দিয়েছি। তবে অমোচনীয় কালি দেওয়া হয়নি।”

পাশাপাশি আবু তৌহিদ মো.

সিয়াম প্রার্থীদের কেন্দ্রের সামনে প্রচারপত্র বিতরণেরও অভিযোগ করেন।

বাঁধন নামে অপর শিক্ষার্থী জানান, তিন ধাপ যাচাইয়ের পর বুথে প্রবেশ করেন একজন ভোটার। কালি মুছে ফেলাও সম্ভব। তবে জাল ভোট দেওয়া অসম্ভব, কারণ সবাই সবাইকে চেনেন।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে মার্কার সরবরাহ করা হয়নি।

পরে সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অফিসে মাফরুহী সাত্তারকে এই বিষয়ে অভিযোগ জানান তৌহিদ সিয়াম।

ঢাকা/সাব্বির/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ