নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, যাত্রীদের সর্বস্ব লুট
Published: 11th, September 2025 GMT
নারায়নগঞ্জের ফতুল্লায় ডিবি পুরিশ পরিচয়ে যাত্রীবাহী চলন্ত বাসে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ যাত্রীরা জানান, জিএস পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে গত রাতে ছেড়ে আসে। ভোর সাড়ে ৫টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৌছায়। এসময় চালক যাত্রী নামানোর জন্য সাইনবোর্ড মোড়ে গাড়ী না রেখে কিছুটা দুরে মাহমুদপুর এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্টের কাছে থামান। সেখানে কয়েকজন যাত্রী নামার সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ীতে উঠে বলেন যাত্রীদের কাছে মাদক আছে তল্লাশী করা হবে। তখন চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন। এরমধ্যে ডিবি পুলিশ পরিচয় দেয়া যুবকেরা অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীর যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের পরিহিত হাতের রুলি, গলার চেইন, কানের ঝুমকা সহ নগদ টাকা, যাত্রী রুবেল হোসেনের কাছ থেকে নগদ টাকা সহ অন্যান্য যাত্রীর কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়। এরপর ডাকাত দল জালকুড়ি এলাকায় নেমে গাড়ি ছেড়ে দেয়। ডাকাত দল যাওয়ারপর যাত্রীরা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়।
যাত্রীরা আরো জানান, বাস চালক ও হেলপাড়দের আচরন সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ মুহুর্তে বলতে পারছিনা এটি ছিনতাই না ডাকাতি। তবে বাস চালক আরিফুল ইসলাম (৫০) দুই হেলপাড় আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি তদন্ত করে যদি চালক হেলপাড়ের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের গ্রেফতার করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক য়
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।