মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে: জামায়াত নেতা আযাদ
Published: 14th, September 2025 GMT
মুক্তিযুদ্ধ না মানলে ‘বাংলাদেশকে অস্বীকার করা হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে তিনি সাংবাদিকদের সামনে বলেন, “সবাই যেমন ‘বাংলাদেশকে মেনে নিয়ে’ রাজনীতি করছে, জামায়াতও তাই।”
আরো পড়ুন:
তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করল বিএনপি
শোকজের জবাব দিলেন ফজলুর রহমান, ‘ভুল হলে দুঃখ প্রকাশ’ করবেন
এদিন ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়, যেখানে জামায়াতে ইসলামীও ছিল। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “বারবার ভুল পদক্ষেপ নিয়ে হাঁটি এবং জুলাই সনদ আবার চ্যালেঞ্জে পড়ে যায়। তাহলে আমরা কি সারা জীবনে এই সংকটে ভুগব? সারাজীবন রক্ত দেব; জীবন দেব?”
জুলাই সনদের আইনি ভিত্তির যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “আমরা কি বারবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অবকাশ তৈরির জন্য সংস্কার করছি, অবশ্যই নয়।”
“সেজন্য ‘সংবিধান অর্ডার ২০২৫’ নামে যদি সেটা জারি হয়, কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনিভাবে শক্তিশালী একটা অবস্থান।”
তিনি বলেন, “আর্টিকেল ৭ এ জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে। তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা হয়, এটা সবচাইতে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি, সরকার এটাকে পরে আরো শক্তিশালী করতে পারে। মানে শক্তির ওপর শক্তি। জোরের ওপর জোর হবে যদি এটার ওপর আবার গণভোট দেওয়া হয়।”
“তাহলে আর বিন্দু পরিমাণও ছিদ্র উন্মুক্ত থাকার সুযোগ এখানে নাই। আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। আমরা এ প্রস্তাবটা দিয়েছি।”
সেখানে এক সাংবাদিক বলেন, “জুলাই সনদ যদি কেউ না মানে, সেটা তো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়। এজন্য কি রাজনীতিতে কাউকে ‘ডিসকোয়ালিফাই’ করা যায়?”
তখন আযাদ বলেন, “জুলাই তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয় নয়, এটা জনআকাঙ্খা।”
তখন ওই সাংবাদিক বলেন, “তাহলে যারা একাত্তর মানবে না, তারা নির্বাচন করবে কীভাবে? জুলাই সনদ এটা মানতেই হবে বলছেন কেন?”
এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, “আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাজনীতি করে আসছি। দেশটা বাহাত্তরের সংবিধান অনুযায়ী চলেছে, নানা সময়ে সংশোধন হয়েছে।এখন প্রেক্ষাপট যেটা তৈরি হয়, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের একটি অর্জন, এটা বারবার বলেছি। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে। আমরাও তাই।”
“সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নাই। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে। সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কীভাবে।জুলাইটা হুবহু না হলেও জনআকাঙ্খার জায়গা থেকে এমন জায়গায় পৌঁছে গেছে, যেটা ধারণ না করে ভবিষ্যতে রাজনীতি করা কঠিন। সেই জায়গা থেকে আমরা বলেছি, যে জুলাই স্পিরিটকে আমরা ধারণ করি।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই সনদ র রহম ন র জন ত ক র কর
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা