বাগেরহাটে চলছে হরতাল, বাস চলাচল বন্ধ
Published: 15th, September 2025 GMT
চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে এই জেলার সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে, সড়কে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে।
সকাল থেকে জেলা সদরসহ বিভিন্ন স্থানে দোকানপাট খোলা থাকলেও সড়কে মানুষের উপস্থিতি কম। সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনা-বাগেরহাট মহাসড়কের কোথাও হরতাল সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়নি।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন
হরতালে স্থবির বাগেরহাট
বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম বলেন, “জনগণের দুর্ভোগ বিবেচনা করে ইউনিয়ন ও অভ্যন্তরীণ সড়ক খোলা রাখা হয়েছে। শুধুমাত্র মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলবে না। জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, ফায়ার সার্ভিস, পরীক্ষার্থীদের বাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতালের আওতার বাইরে থাকবে।”
তিনি আরো বলেন, “সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বাগেরহাটবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধ চলবে।”
বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়া হবে।”
গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত অবরোধ কর্মসূচি থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল কর্মসূচিতে পরিবর্তন আনে। সিদ্ধান্ত অনুযায়ী তার আজ সোমবার কাল-সন্ধ্যা হরতাল-অবরোধ পালন করবেন। আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
ঢাকা/শহিদুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হরত ল স প ট ম বর ব গ রহ ট হরত ল অবর ধ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট