নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও তাদের চার বছরের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম ও ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়।  

আরো পড়ুন:

গাজীপুরে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল লাশ

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) তারেক আল মেহেদী লাশ উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি জানান, পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বউবাজারে পলাশ মিয়ার সাততলা ভবনের চতুর্থ তলায় তারা ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

নিহত শিপলুর বড় ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘‘মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।’’ 

তিনি বলেন, ‘‘তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’’

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘‘শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে গ্রাহকরা মালিক ও শিপলুর বিরুদ্ধে মামলায় করে। সেই থেকে শিপলু হতাশা হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’’ 

ঢাকা/অনিক/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র র ল শ উদ ধ র

এছাড়াও পড়ুন:

ইসলামী আন্দোলন ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে রবিবার (২ নভেম্বর) বাদ মাগরিব ওয়ার্ড কার্যালয়ে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি নগর সংখ্যালঘু সম্পাদক আবুল হাসেম, নগর সহ-অর্থ সম্পাদক মুহা. আ. হক প্রমুখ নেতৃবৃন্দ।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম বাবু, সমন্বয়ক মাও. মাসুদুল করীমকে মনোনীত করা হয়।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী দিনে দেশের কান্ডারীদেরকে ক্ষমতায় বসাবে জনগণ। যারা দেশ ও দশের কথা চিন্তা করে রাজনীতি করে। যারা রাষ্ট্রের টাকায় বিদেশে বাড়ী বানায় না। দেশের সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগায় তাদেরকে দেখতে চায় আগামীর রাষ্ট্রনায়ক। তারােই হবে দেশবান্ধব রাষ্ট্রপ্রধান।

সম্পর্কিত নিবন্ধ