‘সবুজায়নে বন্ধুসভার এই উদ্যোগ অনুসরণীয়’
Published: 16th, September 2025 GMT
বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে বন্ধুসভা। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজন ও ব্র্যাকের সহযোগিতায় এ কার্যক্রমের প্রথম দিনে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বরিশাল সরকারি শিশু পরিবার (বালিকা) ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ কর্মসূচির উদ্বোধনের সময় জেলা প্রশাসক দেলায়ার হোসেন বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এতে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের বড় ভুক্তভোগী আমাদের দেশ। এমন দুর্যোগ মোকাবিলা ও প্রশমনের জন্য সবুজায়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগ অবশ্যই আমাদের সবার জন্য অনুসরণীয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, বন্ধুসভা শুধু সবুজায়ন নয়, সব মানবিক কাজে সর্বদা সক্রিয় একটি সংগঠন। বন্ধুসভার সদস্যরা পড়াশোনার পাশাপাশি এমন স্বেচ্ছাসেবামূলক কাজে আত্মনিয়োগ করে দেশে তরুণদের মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
বন্ধুসভার সদস্যরা জানান, সরকারি শিশু পরিবার (বালিকা) ক্যাম্পাসে প্রায় দেড় শ ফলদ ও বনজ গাছের চারা রোপণ করার হবে। এগুলোর মধ্যে আছে আম, সফেদা, পেয়ারা, লেবু, বরই ও নিমগাছ। এভাবে ব্র্যাকের সহযোগিতায় বরিশাল নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১ হাজার ৬০০টি চারা রোপণ করা হবে।
একই অনুষ্ঠানে তিনজন দুস্থ নারীর আত্মকর্মসংস্থানের জন্য তিনটি সেলাই মেশিন ও অন্য তিন ব্যক্তির মধ্যে ব্যবসার সামগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেছে ইভেন্ট-৮৪ নামের একটি সংগঠন। অসহায় মানুষের অভাব-দুঃখ লাঘবের জন্য ৪২ জন বন্ধু মিলে সংগঠনটি গড়ে তোলেন। একই সঙ্গে বন্ধুসভার পক্ষ থেকে ওই ছয়জনকেও তিনটি করে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট