লক্ষ্মীপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওলাদ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে মেঘনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আওলাদ হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেঘনা বাজার এলাকার বাসিন্দা। তিনি রিকশাচালক। অভিযুক্তরা হলেন— স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো.

আজাদ হোসেন ও সেক্রেটারি ফারুক হোসেন।

স্থানীয়রা জানিয়েছেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওলাদকে মারধর করে মাথা ন্যাড়া করা হয়। শালিসি বৈঠকের নামে এ কাণ্ড করেন স্থানীয় বিএনপি নেতারা। অনেকেই নিষেধ করা সত্ত্বেও আওলাদের মাথা ন্যাড়া করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আওলাদ হোসেন এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন, শিশুটির বাড়িতে পানি খেতে গিয়েছিলেন তিনি। পরে ধর্ষণের অপবাদ দিয়ে প্রকাশ্যে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ ও সেক্রেটারি ফারুকের নেতৃত্বে এ ঘটনা ঘটে। 

বিএনপি নেতা আজাদ হোসেন বলেছেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে শালিস করা হয়। বৈঠকে আওলাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তখন উপস্থিত গ্রামবাসীর সিদ্ধান্তে মারধর কিংবা থানায় হস্তান্তর নয়, তার মাথা ন্যাড়া করা হয়েছে। এটি যদি অপরাধ হয়, তাহলে যে শাস্তি প্রশাসন দেবে, সেটি মাথা পেতে নেব।
তিনি আরো বলেন, ঘটনার কিছুক্ষণ আগে শিশুটির মাকে রিকশায় করে অন্যত্র নিয়ে যান আওলাদ। পরে খালি ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায়, ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়নি। অপরাধ করেছে, তাই গ্রামবাসী শাস্তি দিয়েছে। আমরা থাকায় আওলাদ প্রাণে বেঁচে যান। মানুষ খুবই ক্ষিপ্ত ছিল।

অভিযুক্ত ফারুক হোসেন বলেছেন, ধর্ষণচেষ্টার অভিযোগ শালিসি বৈঠকে প্রমাণিত হয়। তাই, উপস্থিত লোকজন অভিযুক্তের মাথা ন্যাড়া করে দেন। তার স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়। এটি দোষের কিছু নয়। কারো একক সিদ্ধান্তে মাথা ন্যাড়া করা হয়নি। তাছাড়া, বৃদ্ধ ও অসহায় হওয়ায় আওলাদ হোসেনকে পুলিশে দেওয়া হয়নি।

ধর্ষণচেষ্টার অভিযোগের বিষয়ে শিশুটির পরিবারের সদস্যদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেছেন, এ ঘটনার বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/লিটন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওল দ হ স ন ব এনপ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ