সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় আগুনে ৮ শ্রমিক দগ্ধ
Published: 16th, September 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাভাঙা কারখানায় আগুন লেগে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ড নামের জাহাজভাঙা কারখানায় এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
শিল্প পুলিশ ৩–এর (চট্টগ্রামের) পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ওই জাহাজভাঙা কারখানাটি গ্রিন শিপইয়ার্ড করার জন্য প্রায় সব শর্ত পূরণ করেছে। কিন্তু এখনো সম্ভবত সনদ পায়নি। এই অবস্থায় আজ দুপুরে জাহাজ স্ক্র্যাপ লোহা কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে ওই আট শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে দুজনের ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে। বাকি ছয়জনের ১০ শতাংশের মতো পুড়েছে বলে তিনি জানতে পেরেছেন। আহত শ্রমিকদের মধ্যে তিনজনকে সাগরিকা গ্রিন হাসপাতাল ও পাঁচজনকে মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করতে চাইলে সীতাকুণ্ড থানা মামলা করা হবে। এরপর শিল্প পুলিশ মামলাটির তদন্ত করবে বলে জানান তিনি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট