বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজার দুই কন্যা। তারা হলেন—কাজল মুখার্জি ও তানিশা মুখার্জি। বলিউডে পা রেখে দারুণ খ্যাতি কুড়িয়েছেন কাজল। পাশাপাশি সংসারীও হয়েছেন। তবে ৪৭ বছর বয়সি তানিশা মুখার্জি এখনো অবিবাহিত।

তানিশার জীবনে একাধিক প্রেম এসেছে। অভিনেতা উদয় চোপড়া, আরমান কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে অধিকবার খবরের শিরোনাম হন। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন তানিশা।    

আরো পড়ুন:

‘রিয়েলিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারব না’

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা কুরেশি!

আরমান কোহলির সঙ্গে সম্পর্ক ভাঙার পর মন খারাপ হয়েছিল কি না? এই প্রশ্নের উত্তরে তানিশা মুখার্জি বলেন, “এটা এতটা হৃদয়ভাঙা ব্যাপার ছিল না। অনেকে বিষয়টিকে হৃদয়বিদারক ঘটনা মনে করলেও, আমার জন্য এটি অতটা গভীর ছিল না।”

উদয় চোপড়ারর সঙ্গে বিচ্ছেদের পর গভীরভাবে আহত হন তানিশা। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, যখন উদয়ের সঙ্গে ব্রেকআপ হয়েছিল। কারণ আমরা বন্ধু ছিলাম। আমরা একে অপরকে অনেক বছর ধরে চিনতাম এবং খুব কাছের ছিলাম।”

অভিজ্ঞতার আলোকে তানিশা মুখার্জি বলেন, “আমি এমন একজন মানুষ যে, সবসময় জীবনের উজ্জ্বল দিকটা দেখতে ভালোবাসি। আমি বিশ্বাস করি, যা কিছু ঘটে, তা ভালোর জন্যই ঘটে।”

হৃদয়ভাঙা জীবনেরই একটা অংশ এবং তা থেকে বেরিয়ে জীবনের পথে এগিয়ে যেতে হয়। এ তথ্য স্মরণ করে তানিশা বলেন, “প্রেমে পড়ার অনুভূতি উপভোগ করুন এবং সেই অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দিই।” 

গত বছরের শুরুতে হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দেন তানিশা। এ আলাপচারিতায় বিয়ের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে, তানিশা মুখার্জি বলেছিলেন, “আমি মনে করি, বিয়ে চমৎকার একটি ইনস্টিটিউশন, যেসব মানুষ এটি বুঝেন, সঠিক মানুষ খুঁজে পান, তাদের জন্য এটি সুন্দর। আমি সবসময়ই বিয়ে করতে চাওয়ার প্রস্তাব দিয়েছি এবং সৃষ্টিকর্তা তা বারবার ফিরিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষই বিশেষ এমন একজনকে খুঁজেন, যার সঙ্গে বৃদ্ধ হওয়া যায়।” 

বিয়ে না করে ডিম্বাণু সংরক্ষণ করেছেন তানিশা। কারণ ব্যাখ্যা করে অন্য এক সাক্ষাৎকারে তানিশা বলেছিলেন, “আমি আপাতত সন্তান চাই না। এ কথাই বার বার মাথায় ঘুরছিল। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করি। অবশেষে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি। বিষয়টি নিয়ে আমি দারুণ খুশি।” 

জীবন উপভোগ করতে চান তানিশা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেছিলেন, “মেয়েরা শুধু বংশবৃদ্ধির জন্য নয়। জীবন সামনে এগিয়ে নিতে মেয়েদের একজন পুরুষ লাগবে তা কিন্তু একেবারেই নয়। দত্তক নিয়েও মা হওয়া যায়। আমার মনে হয়, এই উপায়ে মা হলে সমাজেরই উপকার।”

বিভিন্ন রিয়েলিটি শোয়ে কাজ করে বিশেষ পরিচিতি পেয়েছেন তানিশা মুখার্জি। বলিউড সিনেমায় কাজ করলেও খুব একটা সুবিধা করতে পারেননি। বিজ্ঞাপন ও বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছেন তানিশা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর মুরারবাজি’। মারাঠি ভাষার এ সিনেমা চলতি বছরের শুরুতে মুক্তি পায়।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ