তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। 

জানা গেছে, গতকাল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আইডিয়াল কলেজের ২৭ ব্যাচের একজন শিক্ষার্থীকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করে আইডি কার্ড ছিনিয়ে নেন। এই ঘটনার জের ধরে আজ সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ৪ থেকে ৫ জন শিক্ষার্থীর পকেট থেকে কলেজের মনোগ্রাম ছিঁড়ে রেখে দেয় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক রাইজিংবিডি ডটকমকে বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।” 

ঢাকা/রায়হান/ইভা  

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কল জ র শ ক ষ র থ ল কল জ র আইড য

এছাড়াও পড়ুন:

বাংলাদেশকে দেখে পাকিস্তানকে শিখতে বললেন কামরান আকমল

সুপার ফোর শুরু হতেই জমে উঠেছে এশিয়া কাপ। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার ১৬৮ রান তাড়া করেছে ১ বল বাকি থাকতে। আজ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ। এ ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও ঝরেছে তাঁর মুখে।

সম্পর্কিত নিবন্ধ