হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ইলেক্ট্রিশিয়ানের
Published: 21st, September 2025 GMT
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেওরগাছ এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এস এম মিজানুল হক (৪০) জেলার বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার এসএম মেহরাজ মিয়ার ছেলে। তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেক্ট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত
খুলনায় যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, ‘‘দেওরগাছ এলাকায় মুখোমুখি সংঘর্ষে উভয় মোটরসাইকেলের চালক ও আরোহীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুলকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’’
ঢাকা/মামুন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত উপজ ল
এছাড়াও পড়ুন:
নড়াইলে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
নড়াইলের লোহাগড়া উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এবং কামারগ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
আরো পড়ুন:
রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল: জোহায় অনশন, জুবেরীতে অবস্থান শিক্ষার্থীদের
সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১
পুলিশ সূত্র জানায়, সরশুনা ও কামারগ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতা ছিল। শনিবার সন্ধ্যার দিকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
পরে স্থানীয় ও স্বজনরা আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের আটজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/শরিফুল/মাসুদ