মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার সেনাবাহিনীর
Published: 25th, September 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া শটগান ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী বলেছে, উদ্ধার হওয়া একটি শটগান ও ১৪টি গুলি মোহাম্মদপুর থানার।
সেনাবাহিনী সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে, ‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি গ্রুপের চার সদস্যকে ককটেল, বোমাসহ আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি সম্পর্কে কিছু তথ্য দেন। এই তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় বছিলা আর্মি ক্যাম্প মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালায়। অভিযানে মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪টি গুলি উদ্ধার করা হয়।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল সেনা কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমনে সেনাবাহিনী সব সময় দৃঢ় অবস্থানে আছে। এ দৃঢ়তা বজায় রাখতে তাঁরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছেন। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার সকালে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, একটি শটগান ও ১৪টি গুলি থানায় জমা দিয়েছে সেনাবাহিনী।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদপ র থ ন শটগ ন ও ল ট হওয় উদ ধ র
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ের যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে।” খবর বিবিসির।
আরো পড়ুন:
বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত
হাসিনার মৃত্যুদণ্ড: সাভারে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
“একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এ লক্ষ্য আমরা সবসময়, সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব।”
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ঢাকা/এসবি