‘একটাই পোলা আমার, ওরে ছাড়া কেমনে বাঁচব’
Published: 25th, September 2025 GMT
‘আমরা দিন আনি দিন খাই। ওর বাপে কত কষ্ট কইরা পোলাডারে ইতালি পাঠাইছে। দুই বছর ধইরা সুখের মুখ দেখছিলাম। পোলায় মাস গেলে টাকা পাঠাইত। মাইয়াগো বিয়া দিছি। ভালো-মন্দ খাইতেও পারছি। এখন আমার সব শ্যাষ। একটাই পোলা আমার, ওরে ছাড়া কেমনে বাঁচব?’
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন রত্না বালা (৪৫)। তিনি ইতালিতে খুন হওয়া মাদারীপুরের তরুণ সাগর বালার (২১) মা। নিহত সাগর রাজৈর উপজেলার পাখুল্লা এলাকার কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। গতকাল বুধবার তাঁর খুন হওয়ার খবরটি পরিবারকে জানান সাগরের মামাতো ভাই ইতালিপ্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার।
রাজৈর উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাগরদের গ্রামের বাড়ি। আজ বৃহস্পতিবার সকালে পাখুল্লা গ্রামের বালাবাড়িতে গিয়ে দেখা যায়, মা রত্না বালা আর বড় বোন কাকলি বালা অঝোরে কাঁদছেন। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দিচ্ছেন। বারবার বুক চাপড়ে ছেলের কথা বলছেন রত্না বালা।
সাগরের বড় বোন কাকলি বালা বলেন, ‘আমার ভাই কইছিল, আমারে ফ্রিজ কিনে দিবে। সেদিন ফোনে বাবার কাছে টাকা আনতে যাওয়ার কথা কইয়া ফোন রাখল। আর আইজ ও না–ফেরার দেশে চইলা গেল। আমাগো সুখ বেশি দিন রইল না। তিন দিন পরে দুর্গাপূজা। ভাইয়ের জন্য মা–বাবা পাগল হইয়া যাইতাছে। আমরা কীভাবে মা-বাবাকে বোঝাব, ভাষা খুঁজে পাচ্ছি না। সব আনন্দ শেষ হইয়া গেছে।’
সাগর বালা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫