‘আমরা দিন আনি দিন খাই। ওর বাপে কত কষ্ট কইরা পোলাডারে ইতালি পাঠাইছে। দুই বছর ধইরা সুখের মুখ দেখছিলাম। পোলায় মাস গেলে টাকা পাঠাইত। মাইয়াগো বিয়া দিছি। ভালো-মন্দ খাইতেও পারছি। এখন আমার সব শ্যাষ। একটাই পোলা আমার, ওরে ছাড়া কেমনে বাঁচব?’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন রত্না বালা (৪৫)। তিনি ইতালিতে খুন হওয়া মাদারীপুরের তরুণ সাগর বালার (২১) মা। নিহত সাগর রাজৈর উপজেলার পাখুল্লা এলাকার কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। গতকাল বুধবার তাঁর খুন হওয়ার খবরটি পরিবারকে জানান সাগরের মামাতো ভাই ইতালিপ্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার।

রাজৈর উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাগরদের গ্রামের বাড়ি। আজ বৃহস্পতিবার সকালে পাখুল্লা গ্রামের বালাবাড়িতে গিয়ে দেখা যায়, মা রত্না বালা আর বড় বোন কাকলি বালা অঝোরে কাঁদছেন। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দিচ্ছেন। বারবার বুক চাপড়ে ছেলের কথা বলছেন রত্না বালা।

সাগরের বড় বোন কাকলি বালা বলেন, ‘আমার ভাই কইছিল, আমারে ফ্রিজ কিনে দিবে। সেদিন ফোনে বাবার কাছে টাকা আনতে যাওয়ার কথা কইয়া ফোন রাখল। আর আইজ ও না–ফেরার দেশে চইলা গেল। আমাগো সুখ বেশি দিন রইল না। তিন দিন পরে দুর্গাপূজা। ভাইয়ের জন্য মা–বাবা পাগল হইয়া যাইতাছে। আমরা কীভাবে মা-বাবাকে বোঝাব, ভাষা খুঁজে পাচ্ছি না। সব আনন্দ শেষ হইয়া গেছে।’

সাগর বালা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ের যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে।” খবর বিবিসির।

আরো পড়ুন:

বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত

হাসিনার মৃত্যুদণ্ড: সাভারে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

“একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এ লক্ষ্য আমরা সবসময়, সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব।”

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ