চেক প্রত্যাখ্যানের দুই মামলায় নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপির নেতা দণ্ডপ্রাপ্ত হিমায়েত হুসাইন ওরফে ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান হিমায়েত হুসাইনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এর মধ্যে এনআই (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট) অ্যাক্টের দুটি মামলায় তাঁর সাজা হয় এবং আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে হিমায়েত হুসাইন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় বিছালী ইউনিয়নের চাকই বাজারে অভিযান চালায় সদর থানা-পুলিশের একটি দল। এ সময় বাজারের একটি মাছের আড়ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এনআই অ্যাক্টের দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিমায়েত হুসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

হিমায়েত হুসাইন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রঘোষিত নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটিতে তাঁকে আহ্বায়ক করা হয়েছিল। তবে নানা আলোচনা-সমালোচনার মুখে এক দিন পরই ওই কমিটি স্থগিত করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ ম য় ত হ স ইন গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ