স্থাপত্য বিষয়ে কিউবইনসাইড ডিজাইন লিমিটেডের তিন দিনব্যাপী ওপেন স্টুডিও প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া ‘লার্নিং আনলার্নিং’ শীর্ষক প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

রাজধানীর বনানীর কিউবইনসাইড স্টুডিওতে আয়োজিত এ প্রদর্শনীতে দর্শকেরা স্থাপত্যকে কেবল একটি ভবন হিসেবে নয়, বরং এর পেছনের দীর্ঘ গবেষণা, সংগ্রাম ও নান্দনিক ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

কিউবইনসাইড ডিজাইন লিমিটেড ১৬ বছর ধরে বাংলাদেশের স্থাপত্যচর্চায় এক ভিন্ন ধারা তৈরি করেছে। তাদের মূল দর্শন হলো, স্থাপত্য কোনো স্থিতিশীল বিষয় নয়, বরং এটি নিরন্তর পরিবর্তনশীল। এ প্রদর্শনীর মাধ্যমে তারা তাদের দীর্ঘ পথচলায় অর্জিত জ্ঞান এবং সেই জ্ঞানকে নতুন প্রেক্ষাপটে পুনরায় যাচাই করার প্রক্রিয়াকে তুলে ধরেছেন। প্রদর্শনীতে বাংলাদেশের নিজস্ব সমাজ, সংস্কৃতি ও ভৌগোলিক বাস্তবতার সঙ্গে বৈশ্বিক স্থাপত্যরীতির মেলবন্ধন কীভাবে ঘটানো হয়, তার একটি চিত্র তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীতে দর্শকেরা স্টুডিওর ভেতরের কাজ, চলমান প্রকল্পের নানা দিক এবং স্থাপত্য নির্মাণের পেছনের জটিল ও সৃষ্টিশীল প্রক্রিয়া সম্পর্কে জানতে পারছেন।

আয়োজকেরা জানিয়েছেন, এটি স্থাপত্যকে কেবল একটি বস্তু হিসেবে তুলে ধরার চেষ্টা নয়, বরং নির্মিত পরিবেশকে গভীরভাবে দেখার একটি নতুন দৃষ্টিভঙ্গি। এই আয়োজন স্থাপত্য শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও স্থাপত্য ও নকশা সম্পর্কে নতুন আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

বনানীর রোড-১৫, ব্লক ‘সি’র ৬২ নম্বর বাড়ির লেভেল ৫ ও ৬-এ অবস্থিত কিউবইনসাইডের স্টুডিওতে চলমান এ প্রদর্শনী বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।

আরো পড়ুন:

খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি

রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।

তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ