বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পরে কর্মঘণ্টা ঠিক রেখে কাজ করার প্রতি আগ্রহী হয়েছেন। তিনি আট ঘণ্টার বেশি শুটিংয়ে সময় দিতে চান না। এই সিদ্ধান্ত ভালো নাকি খারাপ সেই বিষয়ে বলিউডের অন্দরে-বাহিরে মিশ্র প্রতিক্রিয়া শোনা যায়।
ভারতীয় গণামধ্যম জানিয়েছে, কর্মঘণ্টা বেঁধে দেওয়ার জন্য অনেক কাজ হারাচ্ছেন দীপিকা পাড়ুকোন। তিনি নাকি শুটিং করার আগে একাধিক শর্ত দিয়ে থাকেন। এ নিয়ে দীপিকাকে খোঁচা দিয়ে কথা বলেছেন বলিউড পরিচালক ফারহা খান।
আরো পড়ুন:
জুবিনকে নিয়ে যা লিখলেন প্রিন্স মাহমুদ
জেলের স্মৃতি শেয়ার করলেন রিয়া চক্রবর্তী
ফারহা বর্তমানে তার ভ্লগ নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে। এ সময় তার সঙ্গে গিয়েছিলেন ফারহার বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। ক্যামেরার সামনে এসেছিলেন রোহিত সরাফের মা-ও। প্রথমে ক্যামেরার সামনে আসতে রাজি ছিলেন না রোহিত সরাফের মা। তাকে ক্যামেরার সামনে আনতে নাকি অনেক সময় লেগেছিলো ফারহার। এ নিয়ে বলিউড পরিচালক মজা করে প্রথমে বলেন, ‘‘কোনও সিনেমার প্রস্তাবে রাজি হতে দীপিকাও এত বেশি সময় নেয়নি।’’
দীপিকার কথা উঠতেই দিলীপ বলে ওঠেন, ‘‘আপনার অনুষ্ঠানে দীপিকা ম্যাডাম কবে আসবেন?”
তখন ফারহা বলেন, “তুমি যেদিন গ্রামে যাবে, সেই দিন দীপিকা আসবে। আর শোন, দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় তার কাছে নেই।”
উল্লেখ্য, সম্প্রতি সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা। কারণ তিনি শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি শুটিং করবেন না। সেই সঙ্গে পারিশ্রমিক লাগবে ২০ কোটি টাকা। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাকে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ