Risingbd:
2025-11-17@13:20:33 GMT

ফারহার জন্য সময় নেই দীপিকার!

Published: 27th, September 2025 GMT

ফারহার জন্য সময় নেই দীপিকার!

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পরে কর্মঘণ্টা ঠিক রেখে কাজ করার প্রতি আগ্রহী হয়েছেন। তিনি আট ঘণ্টার বেশি শুটিংয়ে সময় দিতে চান না। এই সিদ্ধান্ত ভালো নাকি খারাপ সেই বিষয়ে বলিউডের অন্দরে-বাহিরে মিশ্র প্রতিক্রিয়া শোনা যায়।

ভারতীয় গণামধ্যম জানিয়েছে, কর্মঘণ্টা বেঁধে দেওয়ার জন্য অনেক কাজ হারাচ্ছেন দীপিকা পাড়ুকোন। তিনি নাকি শুটিং করার আগে একাধিক শর্ত দিয়ে থাকেন।  এ নিয়ে দীপিকাকে খোঁচা দিয়ে কথা বলেছেন বলিউড পরিচালক ফারহা খান।

আরো পড়ুন:

জুবিনকে নিয়ে যা লিখলেন প্রিন্স মাহমুদ

জেলের স্মৃতি শেয়ার করলেন রিয়া চক্রবর্তী

ফারহা বর্তমানে তার ভ্লগ নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে। এ সময় তার সঙ্গে গিয়েছিলেন ফারহার বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। ক্যামেরার সামনে এসেছিলেন রোহিত সরাফের মা-ও। প্রথমে ক্যামেরার সামনে আসতে রাজি ছিলেন না রোহিত সরাফের মা। তাকে ক্যামেরার সামনে আনতে নাকি অনেক সময় লেগেছিলো ফারহার। এ নিয়ে বলিউড পরিচালক মজা করে প্রথমে বলেন, ‘‘কোনও সিনেমার প্রস্তাবে রাজি হতে দীপিকাও এত বেশি সময় নেয়নি।’’

দীপিকার কথা উঠতেই দিলীপ বলে ওঠেন, ‘‘আপনার অনুষ্ঠানে দীপিকা ম্যাডাম কবে আসবেন?” 

তখন ফারহা বলেন, “তুমি যেদিন গ্রামে যাবে, সেই দিন দীপিকা আসবে। আর শোন, দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় তার কাছে নেই।”

উল্লেখ্য, সম্প্রতি সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা। কারণ তিনি শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি শুটিং করবেন না। সেই সঙ্গে পারিশ্রমিক লাগবে ২০ কোটি টাকা। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাকে। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ের যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে।” খবর বিবিসির।

আরো পড়ুন:

বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত

হাসিনার মৃত্যুদণ্ড: সাভারে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

“একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এ লক্ষ্য আমরা সবসময়, সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব।”

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ