না.গঞ্জ সদরে শারদীয় দূর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপি'র ব্রিফিং
Published: 27th, September 2025 GMT
সদর উপজেলা আনসা ভিডিপি কার্যালয়ের আয়োজনে শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে আনসার ভিডিপি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আজিজুল হাকিম'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে না.গঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন জেলা কমান্ড্যান্ট কানিজ ফারহানা শান্তা।
বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এবারের দুর্গাপূজায় প্রথমবারের মতো "শারদীয় সুরক্ষা অ্যাপস" ব্যবহার করা হচ্ছে।
এই অ্যাপসের মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যরা দুর্ঘটনা, হুমকি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে রিপোর্ট করবেন। এর ফলে প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
ইতোমধ্যেই অঠগওঝ (এভিএমআইএস) ও ঝঞউগ (এসটিডিএম) সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষিত তরুণ আনসার ভিডিপি সদস্যদের নিবন্ধন ও দায়িত্ব বণ্টনের কাজ সফল্ভাবে সম্পন্ন হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আনস র ভ ড প উপজ ল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।