দুর্গোৎসবে আনন্দের মাত্রা বাড়াতে অরূপরতনের গান
Published: 27th, September 2025 GMT
এবারের দুর্গাপূজায় নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক ও শিল্পী অরূপরতন চৌধুরী। সংগীতা মিউজিকের ব্যানারে নির্মিত বিশেষ এই মিউজিক ভিডিওটির শিরোনাম ‘দেবী দুর্গাবন্দনা’।
আজ শনিবার জাতীয় জাদুঘরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গানের ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সংগীতার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে মুক্তি দেওয়া হয়েছে গানটি, এমনটাই জানালেন অরূপরতন চৌধুরী।
‘দেবী দুর্গাবন্দনা’ গানটির কথা লিখেছেন জীবন চৌধুরী এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়। ভিডিওটির কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনা করেছেন অনিক বসু। গানটির চিত্রায়ণ হয়েছে ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ কয়েকটি বিশেষ স্থানে। এতে নৃত্যশিল্পীদের সমবেত নৃত্য ও পূজা-পার্বণের আবহকে ফুটিয়ে তোলা হয়েছে। গানের সঙ্গে নৃত্যের মেলবন্ধন তৈরি করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
অরূপরতন চৌধুরী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে