দুর্গোৎসবে মণ্ডপে মণ্ডপে নায়িকা পূজা চেরি
Published: 30th, September 2025 GMT
শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হয়েছেন।
চিত্রনায়িকা পূজা চেরিও মণ্ডপে ঘুরে বেরিয়ে সেই আনন্দ ভাগ করে নিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন তারই কয়েকটি ছবি। ছবির ক্যাপশনে লিখলেন, “বলো দূর্গা মা কি জয়.
আরো পড়ুন:
পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে: আইজিপি
চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন
নায়িকা হওয়ার পর পূজামণ্ডপে যাওয়া অভিজ্ঞতা কেমন—এমন প্রশ্নে পূজা বলেন, “মণ্ডপে গিয়ে কিছুটা ভিন্নতা অনুভব করেছি। কেউ কেউ সেলফি তুলতে এগিয়ে এসেছেন, আবার কেউ শুধু তাকিয়ে ছিলেন। মনে হয়েছে, অনেকে দ্বিধায় ছিলেন—আমি আসলেই নায়িকা পূজা কি না! তবে বিষয়গুলো আমার ভালো লেগেছে, উপভোগ করেছি।”
পূজা চেরি শোবিজে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকের মনে জায়গা করে নেন তিনি।
দুর্গোৎসবের এই রঙিন আবহে পূজা চেরির উপস্থিতি ভক্ত-অনুরাগীদের আনন্দে যেন বাড়তি মাত্রা যোগ করেছে।
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।