পিরোজপুরে চীন মৈত্রী সেতুতে পিকআপের ধাক্কা, ভেঙে গেছে রেলিং
Published: 30th, September 2025 GMT
পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া অষ্টম চীন মৈত্রী সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে জোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের রেলিংয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই গাড়িটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।
আরো পড়ুন:
যমুনা সেতুর রেললেন সংস্কারে আইইউটি-ডেভকন জেভির সঙ্গে চুক্তি
বেইলি ব্রিজের পাটাতন খুলে নদীতে, দুর্ভোগে হাজারো মানুষ
এ ঘটনায় সেতুটি ব্যবহারকারী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণে যাতায়াতে শঙ্কা দেখা দিলেও আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “অষ্টম চীন মৈত্রী সেতুর কাউখালীর অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে গেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ভাঙ্গা অংশ সিলগালা করে মেরামতের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/তাওহিদুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প কআপ ভ য ন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।