পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া অষ্টম চীন মৈত্রী সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে জোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের রেলিংয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই গাড়িটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।

আরো পড়ুন:

যমুনা সেতুর রেললেন সংস্কারে আইইউটি-ডেভকন জেভির সঙ্গে চুক্তি

বেইলি ব্রিজের পাটাতন খুলে নদীতে, দুর্ভোগে হাজারো মানুষ

এ ঘটনায় সেতুটি ব্যবহারকারী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণে যাতায়াতে শঙ্কা দেখা দিলেও আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “অষ্টম চীন মৈত্রী সেতুর কাউখালীর অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে গেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ভাঙ্গা অংশ সিলগালা করে মেরামতের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

সোলায়মান বলেন, “অষ্টম চীন মৈত্রী সেতুর কাউখালী অংশে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিং ভাঙার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে কেউ হতাহত হয়নি। তবে গাড়ি ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/তাওহিদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প কআপ ভ য ন

এছাড়াও পড়ুন:

গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তরুনদের অংশগ্রহণে জিরো ওয়েস্ট বিগ্রেড স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে স্কুল প্রঙ্গনে এ গ্রীণ স্কুল ক্যাম্পেই চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক এ এইচ এম রাসেদ।

উক্ত প্রতিযোগিতায় আশেপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায়। গ্রীণ স্কুল ক্যাম্পেইন ও প্লাস্টিক- ৩ এর উপর কর্মসূচী পালন করেন, দেলপাড়া গিয়াসউদ্দিন স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
 

সম্পর্কিত নিবন্ধ