অ্যাপলের এয়ার ট্যাগের তথ্যে উদ্ধার হলো চুরি হওয়া মোটরসাইকেল
Published: 1st, October 2025 GMT
ব্যবহারকারীদের ব্যক্তিগত বিভিন্ন জিনিসপত্র খুঁজে পেতে সাহায্য করে অ্যাপলের ট্র্যাকিং ডিভাইস ‘এয়ার ট্যাগ’। আকারে ছোট যন্ত্রটি চুরি হওয়া জিনিসপত্র উদ্ধারেও বেশ কার্যকর। এবার এয়ার ট্যাগের সহায়তায় চুরি হওয়া মোটরসাইকেল চোরের শোবার ঘর থেকে উদ্ধার করেছে যুক্তরাজ্যের পুলিশ। ব্রিটিশ পত্রিকা লেস্টার মার্কারির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্যমতে, মোটরসাইকেলের মালিক আগে থেকেই মোটরসাইকেলের সিটের নিচে এয়ার ট্যাগ লুকিয়ে রেখেছিলেন। ফলে মোটরসাইকেল চুরি হওয়ার পর এয়ার ট্যাগের পাঠানো সংকেত অনুসরণ করে অভিযানে নামে পুলিশ। এরপর চোরের শোবার ঘর থেকে উদ্ধার করা হয় মোটরসাইকেলটি। অভিযুক্ত ব্যক্তি আদালতে দোষও স্বীকার করেছেন।
অবশ্য এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনার সূত্র মিলেছে এয়ার ট্যাগের মাধ্যমে। মিসৌরির এক ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে চুরির পরপরই তারা বাইক থেকে এয়ার ট্যাগ সরিয়ে ফেলেছিল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
কয়েক সপ্তাহ আগে আরেকটি ঘটনায় একজন যাত্রী এয়ার ট্যাগের মাধ্যমে চুরি যাওয়া লাগেজ খুঁজে পান। লাগেজ উদ্ধারের সময় দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি শুধু লাগেজই নেননি, ভুক্তভোগীর কাপড়চোপড়ও পরেছিলেন।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উদ ধ র
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে