যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় একটি রেস্তোরাঁয় গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে বিউফোর্ট কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে।

শেরিফের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে সেন্ট হেলেনা দ্বীপের উইলি'স বার অ্যান্ড গ্রিল থেকে পুলিশের কাছে ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেরিফের অফিস জানিয়েছে, গুলিবর্ষণের সময় শত শত মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তারা ঘটনার তদন্ত করছে। তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত নিহতদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে অফিস।

সেন্ট হেলেনা দ্বীপ আফ্রিকান দাসদের বংশধরদের সংস্কৃতির কেন্দ্রস্থল হিসেবে পরিচিত, যা গুল্লা গিচি নামে পরিচিত। যে বারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা খাঁটি গুল্লা খাবার পরিবেশন করতো।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ