স্যামুয়েল গোল্ডউইন হলিউডের কিংবদন্তি সিনেমা প্রযোজক। বেসবলে তাঁর কোনো আগ্রহ ছিল না। খেলাটা কীভাবে খেলে সেটাও জানতেন না। হলিউডেও তখন প্রচলিত একটা ধারা হলো, খেলাধুলা নিয়ে বানানো সিনেমা বক্স অফিসের জন্য ভালো না। কারণ? সিনেমার বেশির ভাগ দর্শক নারী। সিনেমায় যাওয়া হবে কি না, বেশির ভাগ পরিবারে এই সিদ্ধান্ত নেনও নারীরা। খেলাধুলার সিনেমায় তাদের কোনো আগ্রহ নেই। অতএব লোকসান হবেই।

লু গেরিগের জীবন নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব তাই শুরুতে বাতিল করে দিয়েছিলেন স্যামুয়েল। গেরিগ সম্পর্কে তিনি নিজেও তেমন কিছু জানতেন না। ১৯৪১ সালের একদিন স্যামুয়েলের চিত্রনাট্য সম্পাদক নিভেন বুশ গেলেন তাঁর কাছে। বায়না ধরলেন স্ক্রিনিং রুমে ছোট্ট একটা নিউজরিল দেখতে হবে। স্যামুয়েল গেলেন। নিউজরিলটি প্যারামাউন্টের, ইয়াঙ্কি স্টেডিয়ামে গেরিগের বিদায়ী ভাষণ ধারণ করা হয়েছে, সেটা ১৯৩৯ সালের ৪ জুলাইয়ের ঘটনা।

সেদিন গেরিগের সেই কথাগুলো পরবর্তী সময়ে বেসবলে ‘গেটিসবার্গ অ্যাড্রেস’ (গেটিসবার্গ ভাষণ) হিসেবে মর্যাদা পায়।

কারণটা, বুঝে নিতে পারেন স্যামুয়েলের অভিজ্ঞতা থেকে।

গেরিগ চরিত্রে অভিনয় করা গ্যারি কুপারের সঙ্গে বেসবল কিংবদন্তি বেব রুথ। সিনেমায় তিনি গেরিগের সতীর্থের ভূমিকায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, অনাবাসিক ৫ ছাত্রকে হল ত্যাগের নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের দেখা গেছে।

এদিকে রাতে নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে দুটি আবাসিক হলে তল্লাশি চালানো হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ এবং মতিহার হলে যৌথ অভিযান চালায় পুলিশ, প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন। এ সময় দুই হলে মোট পাঁচজন অনাবাসিক শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা গেছে। তাঁদের আজ সোমবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় হল প্রশাসন।

আরও পড়ুনরাকসু নির্বাচনে তিনটি সম্পাদক পদে জোর লড়াইয়ের আভাস১১ অক্টোবর ২০২৫

আবাসিক হলে পুলিশ দিয়ে তল্লাশি চালানোর সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে পুলিশের কাজ কী? যদি পুলিশের কাজ থাকে তাহলে হল প্রভোস্টের কাজ কী? যেভাবে তল্লাশি হচ্ছে, মনে হয় হলগুলোতে শিক্ষার্থী থাকেন না, সন্ত্রাসী থাকে। কী গুরুতর অসম্মানজনক বিষয়! পুলিশকে হলে ঢুকিয়ে নর্মালাইজ করার চেষ্টা বিশেষ ভালো লক্ষণ না। আওয়ামী ফ্যাসিবাদকে মনে করিয়ে দিচ্ছে। হলের নিরাপত্তার দায়িত্ব প্রভোস্টের, সে জন্যই তাঁকে দায়িত্ব দেওয়া হইছে। দুই দিন পরপর হলে চুরি হয়, যা ঠেকানোর ন্যূনতম মুরোদ তাঁদের নাই। এখন পুলিশগিরি দেখাচ্ছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান গতকাল মধ্যরাতে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দুটি হলে যৌথ তল্লাশি চালানো হয়েছে। মতিহার হলে অভিযান চালিয়ে তিনজন এবং বিজয়-২৪ হলে দুজন অনাবাসিক শিক্ষার্থী পাওয়া গেছে। তাঁরা সবাই সংশ্লিষ্ট হলেরই ছাত্র। তবু আমরা নির্দেশনা দিয়েছি, আগামীকালের (আজ) মধ্যে হল ত্যাগ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা খুবই দায়িত্বশীল আচরণ করেছেন। আগের অবস্থা থেকে এখন হল অনেক ভালো আছে।

আরও পড়ুনরাকসু নির্বাচন: কয়েকটি প্যানেলের ‘আকাশকুসুম’ ইশতেহার০৯ অক্টোবর ২০২৫

এদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন ঘিরে গতকাল রাত থেকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ফটকগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে ভোট গ্রহণের দিন ২ হাজার পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানিয়েছেন, নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে সাদাপোশাক ও ইউনিফর্ম মিলিয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য ক্যাম্পাসে মোতায়েন থাকবেন। এ ছাড়া অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও সার্বিক সহযোগিতায় থাকবে।

সম্পর্কিত নিবন্ধ