৪৬ মাসে কাবরেরার অধীনে বাংলাদেশের কী ভালো, কী মন্দ
Published: 13th, October 2025 GMT
২০২২ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে আছেন হাভিয়ের কাবরেরা। সবচেয়ে বেশি সময় ধরে জাতীয় দলের কোচ হিসেবে তিনি এখন তৃতীয় দফা দায়িত্ব পালন করছেন, যা শেষ হওয়ার কথা আগামী বছরের ৩১ মার্চ। তবে হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ৪-৩ গোলে হারের পর একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে আবারও সমালোচনার তিরবিদ্ধ হচ্ছেন কাবরেরা। এখন তাঁর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে হংকংয়ের বিপক্ষে আগামীকাল এশিয়ান কাপের ফিরতি ম্যাচের ফলাফলের ওপর।
কাবরেরার ৪৬ মাসে বাংলাদেশ জাতীয় দল ম্যাচ খেলেছে ৩৪টি। বাংলাদেশের কোচ হিসেবে কাবরেরাই সবচেয়ে বেশি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন। জয়ের হার ২৬.
কাবরেরার সময়ে কোনো ট্রফি জেতেনি বাংলাদেশ, পায়নি চমক জাগানিয়া কোনো জয়। ৯টি জয়ের মধ্যে ৩টি করে জয় এসেছে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে। অন্য ৩টি জয়ের ২টি কম্বোডিয়ার বিপক্ষে ও ১টি অপেশাদার দল সেশেলসের বিপক্ষে। ৯ জয়ের মাত্র ২টি সাফ চ্যাম্পিয়নশিপে, অন্যটি বিশ্বকাপ বাছাইয়ের প্লে–অফে। বাকিগুলো প্রীতি ম্যাচ।
হংকং ম্যাচের পর বেশ কিছু প্রশ্নের সন্মুখীন হয়েছেন কাবরেরাউৎস: Prothomalo
কীওয়ার্ড: ক বর র র
এছাড়াও পড়ুন:
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।
মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে