মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা জানিয়েছেন, তার পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর তিনি ‘নিরাপদ স্থানে’ আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ফেসবুকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, ৫১ বছর বয়সী রাজোয়েলিনা বলেছেন, “একদল সামরিক কর্মী এবং রাজনীতিবিদ আমাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।”

আন্দ্রে রাজোয়েলিনা তার অবস্থান প্রকাশ করেননি। তবে এর আগে অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি একটি ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

গত ১৫ দিন ধরে মাদাগাস্কারে তরুণরা বিক্ষোভ করছে। তারা আন্দ্রে রাজোয়েলিনাকে পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

‘জেন জি মাদা’ নামে অভিহিত তরুণ বিক্ষোভকারীদের শান্ত করার রাজোয়েলিনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি তার সরকারকে বরখাস্ত করেছেন এবং অন্যান্য ছাড়ও দিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি।

বুধবার থেকে তাকে দেখা যাচ্ছে না এবং সপ্তাহান্তে রাজোয়েলিনার অফিস জানিয়েছে, তাকে ক্ষমতা থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সোমবার বিশৃঙ্খলার মধ্যে জাতির উদ্দেশ্যে তার ভাষণ বেশ কয়েকবার বিলম্বিত হয়েছিল, কারণ সেনারা ভারত মহাসাগরীয় দ্বীপে রাষ্ট্রীয় টিভির সদর দপ্তর দখলের হুমকি দিয়েছিল।

অবশেষে ফেসবুক সম্প্রচারে তিনি বলেছেন, “২৫ সেপ্টেম্বর থেকে আমাকে হত্যার চেষ্টা এবং অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে। সামরিক কর্মী এবং রাজনীতিবিদদের একটি দল আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। আমার জীবন রক্ষার জন্য আমাকে একটি নিরাপদ স্থান খুঁজে বের করতে বাধ্য করা হয়েছিল। এই সমস্যাগুলো সমাধানের একমাত্র উপায় হচ্ছে, দেশে বলবৎ সংবিধানকে সম্মান করা।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ