সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জিডি
Published: 15th, October 2025 GMT
ভোলার চরফ্যাশনে এক সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চরফ্যাশন থানায় এই জিডি করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম ওরফে সবুজ। তিনি চরফ্যাশন পৌর শ্রমিক লীগের সভাপতি। আর অভিযোগকারী সাইফুল ইসলাম দৈনিক বাংলা পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি ও চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক।
সাইফুল ইসলাম বলেন, সাইফুলের স্ত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চলতি বছরের ২০ জানুয়ারি তিনি শ্রেণিকক্ষে টেবিলের ওপর নিজের মেয়েকে বসিয়ে ছড়া শেখানোর একটি ভিডিও ধারণ করেন। ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশ করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘আমি সবুজের প্রতিবেশী হওয়ায় ধারণা করা হয়, ওই সংবাদ প্রকাশে আমার ইন্ধন আছে। এ কারণে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। সবুজ প্রকাশ্যে স্থানীয় লোকজনের সামনে আমাকে ও বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি স্থান ত্যাগ করেন।’
তবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন শ্রমিক লীগ নেতা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘তাঁর (সাইফুল) সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তাঁকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না।’
জিডির সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লটারির পুরস্কার যখন পিকাসোর চিত্রকর্ম
পাবলো পিকাসোর চিত্রকর্মের বিশ্বজোড়া কদর। দামও আকাশছোঁয়া। সে জন্যই হয়তো শিল্পপ্রেমীদের অনেকেই পিকাসোর চিত্রকর্ম নিজের সংগ্রহে রাখার কথা কল্পনাও করতে পারেন না। তাঁদের জন্য বড় সুযোগ হতে পারে ফ্রান্সের একটি দাতব্য সংস্থার লটারি। ১০০ ইউরোর লটারির টিকিট কিনে মিলতে পারে পিকাসোর একটি চিত্রকর্ম।
এই লটারির টিকিট পাওয়া যাবে ‘ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকম’ নামের একটি ওয়েবসাইটে। এর উদ্দেশ্য মহৎ। মোট ১ লাখ ২০ হাজার টিকিট বিক্রির অর্থ যাবে আলঝেইমার রোগ নিয়ে গবেষণায়। আগামী বছরের ১৪ এপ্রিল নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির প্যারিস কার্যালয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পিকাসোর ওই চিত্রকর্মে ‘ডোরা মার’ নামের এক নারীকে আঁকা হয়েছে। তিনি পিকাসোর একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৪১ সালে আঁকা চিত্রকর্মটির শিরোনাম ‘তেত দ্য ফাম’। বাংলায় এর অর্থ হচ্ছে ‘নারীর মাথা’। কাগজের ওপর গোয়াশ রঙে আঁকা চিত্রকর্মটির উচ্চতা ১৫ দশমিক ৩ ইঞ্চি। চিত্রকর্মটির বর্তমান বাজারদর ১০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়ান পিকাসো হানড্রেড ইউরো ডটকমে এমন লটারির আয়োজন করা হয়েছিল। প্রথমটি ২০১৩ সালে। সেবার লেবাননের তায়ার শহর রক্ষায় ৪৮ লাখ ইউরোর তহবিল জোগাড় করা হয়েছিল। আর পরেরবার ২০২০ সালে আফ্রিকায় পানির উৎস ও পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য তোলা হয়েছিল ৫১ লাখ ইউরো। ওই দুবারও কিন্তু পুরস্কার ছিল পিকাসোর দুটি চিত্রকর্ম।